খেলা
৬ গোলের থ্রিলারে মোহামেডানকে হারালো আবাহনী
স্পোর্টস রিপোর্টার
২৩ জুন ২০২২, বৃহস্পতিবার
মোহামেডানে কোচ শফিকুল ইসলাম মানিকের প্রত্যাবর্তনের শুরুটা সুখকর হলো না। কুমিল্লায় শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে তার ফেরার ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর কাছে ৪-২ গোলে হেরেছে মোহামেডান। ম্যাচের ছয়টি গোলই হয়েছে প্রথমার্ধে। বাংলাদেশ প্রিমিয়ার লীগের ম্যাচে মোহামেডানকে হারিয়ে শিরোপার দৌড়ে টিকে থাকলো ছয়বারের চ্যাম্পিয়নরা। এ জয়ে ১৬ ম্যাচ শেষে আবাহনীর সংগ্রহ দাঁড়ালো ৩৫ পয়েন্টে। শীর্ষে থাকা কিংসের সঙ্গে আবাহনীর পার্থক্য ৬ পয়েন্টের। অন্য দিকে মোহামেডান সমানসংখ্যক ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে। এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আবাহনী লিমিটেড। তিন বিদেশি খেলোয়াড় অগাস্তো, কলিনদ্রেস ও ডোরিয়েলন্টকে নিয়ে গড়া আক্রমণভাগের গোল পেতেও সময় লাগেনি। সাদা-কালো দলের মেসিডোনিয়ান ডিফেন্ডার ইয়াসমিন না থাকায় রক্ষণ জমাট ছিল না, সেই সুবিধাটা ভালোই কাজে লাগিয়েছে আবাহনী। ম্যাচ ঘড়ির পঞ্চম মিনিটে কলিনদ্রেসের শট ঝাঁপিয়ে আটকান মোহামেডান গোলরক্ষক সুজন চৌধুরী। কিন্তু তিন মিনিট পরই কোস্টারিকার এই ফরোয়ার্ডের কর্নার সরাসরি জালে জড়ালে এগিয়ে যায় আবাহনী। দুই মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করে নেয় মারিও লেমোসের শিষ্যরা। নুরুল নাইম ফয়সালের পাস ধরে বক্সে ঢুকে দুই ডিফেন্ডারের ফাঁক দিয়ে নিখুঁত শটে জাল খুঁজে নেন ডোরিয়েল্টন। ১৩ মিনিটে এই ব্রাজিলিয়ান স্ট্রাইকারের শট কোনোমতে আটকান সুজন। দুই গোলে পিছিয়ে পড়ে তারুণ্যনির্ভর দল মোহামেডান ঘুরে দাঁড়ানোর সুযোগ খুঁজতে থাকে। সেটি তারা পেয়েও যায়। ম্যাচের ১৯তম মিনিটে মোহাম্মদ আলমগীরের আড়াআড়ি ক্রসে সোলেমান দিয়াবাতের দারুণ সাইড ভলিতে পরাস্ত গোলরক্ষক শহীদুল আলম সোহেল। ডিফেন্ডার নুরুল নাইম ফয়সাল গায়ের সঙ্গে সেঁটে থাকলেও পারেননি তাকে আটকাতে। ম্যাচে তখনও উত্তেজনা কমেনি। বিরতির আগের ৫ মিনিটে আরও ৩ গোল হয়। ৪০ মিনিটে চোট পেয়ে কিছুটা খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন আবাহনীর ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফায়েল অগাস্তো। বদলি নামেন ইমন মাহমুদ। নামার ৩ মিনিট পরই গোল পান এই মিডফিল্ডার। কলিনদ্রেসের শট সুজন ফিস্ট করার পর বক্সেই পেয়ে যান ইমন, ফাঁকায় থেকে ফিরতি শটে জাল কাঁপান তিনি। প্রথমার্ধের যোগ করা সময়ে আরও ২ গোল উপভোগ করেন মাঠে আসা দর্শকরা। ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে অনিক হোসেনের লম্বা পাস ধরে নাইমকে কাটিয়ে জায়গা করে নিয়ে বাঁ পায়ের শটে স্কোরলাইন ৩-২ করেন মোহামেডানের শাহরিয়ার ইমন। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে কলিনদ্রেসের কর্নারে ডোরিয়েল্টনের ব্যাক হেডের গোলে ব্যবধান ফের বাড়িয়ে নেয় আবাহনী। বিরতির পর সুজনের জায়গায় আহসান হাবিব বিপুকে মাঠে নামান দলটির নতুন দায়িত্ব নেয়া কোচ শফিকুল ইসলাম মানিক। নেমে অবশ্য এই অর্ধে আর কোনও গোল হজম করতে দেননি দলকে। আবাহনী লিমিটেড চেষ্টা করেও পারেনি ব্যবধান আর বাড়াতে। ৬০ মিনিটের সময় সোহেল রানার শট বিপু রুখে দেন। ৭ মিনিট পর রাকিবের জোরালো শট ক্রসবারের উপর দিয়ে গেলে গোল পাওয়া হয়নি। ৮০ মিনিটে আবাহনী ১০ জনের দলে পরিণত হয়। আলমগীরকে বাধা দেন রেজাউল করিম। রেফারি বিটুরাজ বড়ুয়া সিদ্ধান্ত নিতে সময় নেননি। ডাবল হলুদ কার্ড দেখে মার্চিং অর্ডার পান আবাহনীর এই বর্ষীয়ান ডিফেন্ডার। তবে ১০ জনের দল পেয়েও মোহামেডান আর গোল শোধ দিতে পারেনি। তাদের একটি প্রচেষ্টা জালে জড়ালেও তা অফসাইডের কারণে বাতিল হয়। ফলে ১১ বছর পর শফিকুল ইসলাম মানিকের মোহামেডানের ডাগ আউটে ফেরাটা সুখকর হয়নি। প্রথম ম্যাচেই এই অভিজ্ঞ কোচ পেলেন হারের তিক্ত স্বাদ। বারিধারার বিপক্ষে জয় পুলিশের দিনের অন্য ম্যাচে রাজশাহীতে উত্তর বারিধারার বিপক্ষে ৩-২ গোলে জয় পায় বাংলাদেশ পুলিশ। আমিরউদ্দিন শরিফি পুলিশকে এগিয়ে নেয়ার পর দানিলো কুইপ্পা ব্যবধান দ্বিগুণ করেন। ৫২তম মিনিটে আমিরউদ্দিন ব্যবধান আরও বাড়ান। সহজ জয়ের পথে থাকা পুলিশকে উত্তর বারিধারা চমকে দিয়েছিল। ৬৯তম মিনিটে ইউসুফ বাম্বার গোলের পর দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ইভজেনি কোচনেভের গোলে ম্যাচ জমিয়ে তোলে তারা, শেষ পর্যন্ত যদিও হার এড়াতে পারেনি দলটি। ১৬ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে তালিকার সপ্তম স্থানে আছে পুলিশ। ১২ পয়েন্ট নিয়ে অবনমন অঞ্চলের কাছাকাছি ঘুরপাক খাচ্ছে উত্তর বারিধারা।