ঢাকা, ১৬ মে ২০২৪, বৃহস্পতিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ জিলক্বদ ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

গণতন্ত্র ও আইনের শাসনে বাধা: গুয়াতেমালার ১০০ এমপিসহ ৩০০ জনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

মানবজমিন ডেস্ক

(৫ মাস আগে) ১২ ডিসেম্বর ২০২৩, মঙ্গলবার, ৯:৪০ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৭:৩৬ অপরাহ্ন

mzamin

গণতন্ত্র ও আইনের শাসনে বাধা দেয়ার অভিযোগে কমপক্ষে ১০০ এমপিসহ গুয়াতেমালার প্রায় ৩০০ নাগরিকের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে মুখপাত্র ম্যাথিউ মিলারের বিবৃতিতে একথা জানানো হয়েছে। এতে আরও বলা হয়েছে, গুয়াতেমালার গণতন্ত্রকে খর্ব বা বাধাগ্রস্ত করতে যাকেই দায়ী পাওয়া যাবে তার বিরুদ্ধেই নিষেধাজ্ঞা দেয়ার প্রক্রিয়া অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। ওই বিবৃতিতে বলা হয়, গুয়াতেমালার যেসব মানুষ গণতন্ত্র ও আইনের শাসনের সুরক্ষা চাইছেন তাদের পাশে যুক্তরাষ্ট্রের অবস্থান। যুক্তরাষ্ট্র তাদেরকে নিশ্চয়তা দিচ্ছে যে, গুয়াতেমালার জনগণের চাওয়াকে সম্মান করে যুক্তরাষ্ট্র। এর প্রেক্ষিতে ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টের ২১২(এ)(৩)(সি) ধারার অধীনে বর্তমান কংগ্রেসের কমপক্ষে ১০০ এমপিসহ প্রায় ৩০০ নাগরিকের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে আছে বেসরকারি খাতের প্রতিনিধি ও তাদের পরিবারের সদস্যরাও। 

বিবৃতিতে আরও বলা হয়, গুয়াতেমালার পাবলিক মিনিস্ট্রি এবং অন্য অসৎ ব্যক্তিরা গণতন্ত্রবিরোধী যেসব পদক্ষেপ নিচ্ছে তার কড়া নিন্দা জানায় যুক্তরাষ্ট্র। উল্লেখ্য, অন্য দেশে অ্যাটর্নি জেনারেলের অফিস যে ভূমিকা পালন করে গুয়াতেমালায় সেই দায়িত্ব পালন করে পাবলিক মিনিস্ট্রি। তাদের পক্ষ থেকে গুয়াতেমালার প্রেসিডেন্ট নির্বাচন বাতিল ছাড়াও নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মচারী এবং দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ঘোষণা করা হয়েছে। এছাড়া কর্তৃপক্ষের কাছে প্রেসিডেন্ট নির্বাচিত বেরনারেডো আরেভালোর দায়মুক্তি প্রত্যাহারের অনুরোধ করেছে পাবলিক মিনিস্ট্রি।

বিজ্ঞাপন
নির্বাচনের ফলকে বাতিল করার প্রচেষ্টা চালিয়েছে। এতে স্পষ্ট প্রমাণ পাওয়া যায় যে, গুয়াতেমালায় অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে অবৈধ করার চেষ্টা করা হচ্ছে। এর মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর রোধ করা হচ্ছে। এই কর্মকাণ্ড ইন্টার আমেরিকান ডেমোক্রেটিক চার্টারের সঙ্গে পরিষ্কার অসামঞ্জস্যপূর্ণ। অন্য অগণতান্ত্রিক পদক্ষেপের দীর্ঘ তালিকার সঙ্গে যুক্ত হয়েছে এসব বিষয়। এর মধ্যে আছে নির্বাচনী দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেটদের দায়মুক্তি তুলে নেয়া, বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের রাজনৈতিক উদ্দেশ্যে টার্গেট করা, শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের ভীতি প্রদর্শন, নির্বাচনের ফলাফলের রেকর্ড রাখা হয় যে ভবনে সেখানে অভিযান চালিয়ে ব্যালট বাক্স খুলে ফেলা। 

বিবৃতিতে বলা হয়, গুয়াতেমালায় দুর্নীতি এবং অগণতান্ত্রিক ব্যক্তিদের বিরুদ্ধে জবাবদিহিতা উৎসাহিত করতে যুক্তরাষ্ট্র আগে থেকে যেসব ব্যবস্থা নিয়েছে, ভিসা নিষেধাজ্ঞা দিয়ে তাকে আরও গতিশীল করা হয়েছে। এতে গুয়াতেমালার জনগণের আকাঙ্ক্ষাকে সমর্থন দেয়া হয়েছে। গুয়াতেমালার জনগণ তাদের কথা বলে দিয়েছেন। তাদের সেই রায়কে সম্মান জানাতে হবে।

পাঠকের মতামত

গণতন্ত্র হত্যাকারীদের বিরুদ্ধে শুধুমাত্র ভ্রমণ স্যাংশান নয় তারচেয়েও কঠিন ভয়ঙ্কর বিধিনিষেধ চায় বাংলাদেশের জনগণ বর্তমান পিশাচ স্বৈরাচারী গণতন্ত্রের হত্যাকারী আওয়ামী সরকারের বিরুদ্ধে। মার্কিন যুক্তরাষ্ট্রের উচিৎ এখনি এই মুহুর্তে ৭ জানুয়ারী ২০২৪ আসার পূর্বেই বাংলাদেশের গণতন্ত্রের হন্তারকদের বিরুদ্ধে ভয়াবহ দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেওয়া।

আলমগীর
১২ ডিসেম্বর ২০২৩, মঙ্গলবার, ২:৫৬ পূর্বাহ্ন

যাদেরকে sanction দেওয়া হয় তাদের নাম প্রকাশ করা উচিত আমেরিকার। এতে করে বিভিন্ন দেশের authoritarian government এর জুলুমবাজ কর্মকর্তাদের কিছুটা হলেও একটু বেশি টনক নড়বে।

Anamul Hasan
১১ ডিসেম্বর ২০২৩, সোমবার, ১১:০৮ অপরাহ্ন

১৫৮ এমপির মধ্যে ১০০ এমপি ওপর যুক্তরাষ্ট্রের ভিসা বিধিনিষেধ !!!

M Palash
১১ ডিসেম্বর ২০২৩, সোমবার, ৯:০৫ অপরাহ্ন

গাঁয়ে মানে না আপনি মোড়ল। এই মোড়লগীরি দেখাতে গিয়ে আফগান থেকে পরাস্ত হয়ে ফিরতে হয়েছিল, এখন ইউক্রেন থেকেও পরাস্ত বরণ করে ফিরতে হবে । নিষেধাজ্ঞা দিয় কোন দেশকে বন্ধু বানানো যায় না । ঐ সব দেশের উন্নয়ন সহযোগিতার মাধ্যমেই বন্ধুত্ব স্থাপন সম্ভব।

Kazi
১১ ডিসেম্বর ২০২৩, সোমবার, ৯:০১ অপরাহ্ন

কার্যত এসব সেংশানে কি কিছু হয় কেউ কি শুধরায় ? নিজের দেশে সবাই রাজা নিজের রাজত্বে।আমেরিকা সবার যেতে হবে এমন কোন কথা নেই।ইরানই তার প্রমান সেংশান কিছুই করতে পারেনি।

Musa Amin
১১ ডিসেম্বর ২০২৩, সোমবার, ৮:৫০ অপরাহ্ন

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status