বিশ্বজমিন
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ফিরিয়ে নেবে ভারত: অমিত শাহ
মানবজমিন ডেস্ক
(৬ মাস আগে) ১৫ মে ২০২৪, বুধবার, ৪:৩৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:৫২ পূর্বাহ্ন
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ভারতের অংশ। তা ভারতের সঙ্গে যুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি পশ্চিমবঙ্গের সেরামপুরে এক জনসভায় এমন অঙ্গীকার ব্যক্ত করেন। বিজেপির গুরুত্বপূর্ণ এই নেতা আরও বলেন, সংবিধানের ৩৭০ ধারা বাতিল করার পর জম্মু ও কাশ্মীরে শান্তি ফিরেছে। এ সময়ে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ‘আজাদি’ স্লোগান প্রতিধ্বনিত হচ্ছে। এ খবর দিয়েছে ভারতের প্রভাবশালী পত্রিকা হিন্দুস্তান টাইমস। এতে বলা হয়, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে সহিংস প্রতিবাদ বিক্ষোভের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিবেশীর কাছ থেকে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরকে ফিরিয়ে নেয়ার কথা বলেছেন। কংগ্রেস নেতা মনি শঙ্কর আয়ার সম্প্রতি পাকিস্তানের পারমাণবিক শক্তি নিয়ে একটি মন্তব্য করেছেন। তাতে তিনি বলেছেন, ভারতের উচিত পারমাণবিক শক্তিধর পাকিস্তানকে অবশ্যই শ্রদ্ধা করা। মনি শঙ্করের ওই বক্তব্য ভাইরাল হয়েছে। এর সমালোচনা করে অমিত শাহ বলেন, দেশটির কাছে বোমা থাকা সত্ত্বেও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ফিরিয়ে নেবে ভারত।
তিনি আরও বলেন, মনি শঙ্কর আয়ারের মতো কংগ্রেস নেতারা বলেন, তাদের (পাকিস্তান) কাছে পারমাণবিক বোমা থাকার কারণে এটা করা যাবে না। কিন্তু আমি বলতে চাই, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর হলো ভারতের অংশ এবং আমরা তা নিয়ে নেবো। বিজেপির এই নেতা প্রচারণায় আরও বলেন, ‘জিহাদের’ জন্য ভোট এবং ‘বিকাশের’ জন্য ভোটের মধ্যে পছন্দ বাছাই করে নিতে হবে তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গকে। ওদিকে আসামের মুখ্যমন্ত্রী হিমান্ত বিশ্বশর্মা দাবি করেছেন বিজেপি যদি লোকসভায় কমপক্ষে ৪০০ আসনে বিজয়ী হয়, তাহলে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরকে ভারতের সঙ্গে যুক্ত করা হবে। তিনি ঝাড়খন্ডে এক নির্বাচনী জনসভায় এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, তার দল ‘শ্রীকৃষ্ণ জন্মভূমি’ মন্দির এবং ‘জ্ঞানভাপি’ মন্দির নির্মাণ করবে। বাস্তবায়ন করবে ইউনিফরম সিভিল কোড। রিপোর্টে আরও বলা হয়, বিদ্যুতে ট্যাক্স কমিয়ে দেয়া এবং ভর্তুকি কর্তনের প্রতিবাদে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে প্রতিবাদ বিক্ষোভ হচ্ছে। সেখানে বিক্ষোভকারীদের ওপর সোমবার পাকিস্তানের আধাসামরিক রেঞ্জাররা গুলি করেছে।
যদি POK এর জনগণ স্বেচ্ছায় ভারতের সঙ্গে যোগ দেওয়ার জন্য গনআন্দোলন শুরু করে রাস্তায় নেমে আসে,তখন মমিনরা কি করবেন? - এটাই ভাববার বিষয়।
পাকিস্তানের আজাদ কাশ্মীর নিতে গিয়ে ভারত না তাদের নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর খুইয়ে বসে ! তখন আবার সেই ধৃত ভারতীয় পাইলট ক্যাপ্টেন অভিনন্দন বর্ধমান এর মতো অবস্থা না হয় !
অবশ্যই করেন না আমরাও দেখিভারত কি পারে।
ভারতের হেডম দেখতে চাই আমরা,দিন তারিখ ঠিক করেন কবে নাগাদ যুদ্ধ শুরু করবেন, "বলিউডে একটা সিনেমা হলেও খারাপ হবে না "
মুখের কথার উপর কোন ট্যাক্স দিতে হয় না । সুতরাং আত্ম তৃপ্তির জন্যে যদি কিছু বলে তাতে দোষ খুজতে নেই । সে বলে শান্তি পাক ।
কেরল, আহমেদাবাদ,আজমীর ও দিল্লী ছেড়ে অমিতশাহরা বিহারে সীমাবদ্ধ হয়ে যাবে।
এটা সিনেমাতেই সম্ভব! বাস্তব নয়!
সব নির্বাচনের আগে এইভাবে ডায়লগ ছাড়েন জনগণকে ধোকা দেওয়ার জন্য । কবে ফিরিয়ে নেবেন দিন তারিখ ঠিক করেন দাদাবাবু