ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

নৌকায় ভোট চাওয়ায় উপজেলা চেয়ারম্যানকে থামিয়ে দিলেন ইউএনও, অতঃপর জরিমানা

স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে

(১ বছর আগে) ১০ ডিসেম্বর ২০২৩, রবিবার, ১১:৩৩ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৬ পূর্বাহ্ন

mzamin

কুমিল্লার দেবীদ্বারে আন্তর্জাতিক নারী নির্যাতন ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন এক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। ওই সভায় নৌকা প্রতীকের পক্ষে ভোট চাওয়ায় দেবীদ্বার উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আবুল কাশেমের বক্তব্য থামিয়ে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিগার সুলতানা। দেবীদ্বার উপজেলা পরিষদ মিলনায়তনে এ ঘটনা ঘটে। ইউএনও পরে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আবুল কাশেমকে তার দপ্তরে ডেকে আনেন। এরপর নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের জন্য তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। আবুল কাশেম উপজেলা যুবলীগের সভাপতি। কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে আওয়ামী লীগের প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুল। কাশেম তার অনুসারী বলে জানিয়েছেন দলের কর্মীরা।

জানা যায়, উপজেলা পরিষদ হল মিলনায়তনে ‘আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষ’ ও ‘রোকেয়া দিবস’ পালন উপলক্ষে আলোচনা সভা ও জয়িতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাশেম।

ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান বক্তব্যে বলেন, এ আসনে রাজী মোহাম্মদ ফখরুল একবার উপজেলা পরিষদ চেয়ারম্যান, একবার স্বতন্ত্র এবং নৌকার প্রার্থী হিসেবে দু’বারের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ১৫ বছর ধরে আপনাদের উন্নয়নে কাজ করেছেন। আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং দেবীদ্বারকে স্মার্ট দেবীদ্বার হিসেবে গড়ে তুলতে নৌকার প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুলকে ভোট দিয়ে বিজয়ী করবেন। আপনারা যারা আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুলকে ভোট দেবেন, তারা হাত তুলে সমর্থন দেন।

এ সময় অনুষ্ঠানের সভাপতি ও ইউএনও নিগার সুলতানা দাঁড়িয়ে আবুল কাশেমকে নির্বাচনী বক্তব্য না দিতে অনুরোধ করেন। তখন আবুল কাসেম বক্তব্য সংক্ষিপ্ত করে অনুষ্ঠান থেকে বেরিয়ে যান।

পাঠকের মতামত

যারা বুঝে না বুঝে সব জায়গায় তেল মারতে যায় তাদের কপালে এমনটাই জুটে।

মোঃ বশির উদ্দিন ভূইয়
১০ ডিসেম্বর ২০২৩, রবিবার, ৮:০৭ অপরাহ্ন

সব জায়গায় নৌকা

Mahbub
১০ ডিসেম্বর ২০২৩, রবিবার, ৭:১০ অপরাহ্ন

ইউএনও র চাকরী থাকবে ??

Imran
১০ ডিসেম্বর ২০২৩, রবিবার, ৩:২৭ পূর্বাহ্ন

এদের সাহস দেখুন একবার। সরকারি খরচে ভোটের প্রচার করতে চায় !! আবার হাত তুলতে বলে!!!

মারুফ আহমেদ
১০ ডিসেম্বর ২০২৩, রবিবার, ২:২৭ পূর্বাহ্ন

WELDONE, BRAVO DUTY

H M MAHFUJUR RAHMAN
১০ ডিসেম্বর ২০২৩, রবিবার, ২:০০ পূর্বাহ্ন

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status