ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

দখলদারদের হাত থেকে রক্ষা পেলো না বাদীর কবর

সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি
৯ মে ২০২৫, শুক্রবার
mzamin

সোনাইমুড়ীতে জমিজমা সংক্রান্ত বিভেদের জেরে দখলদারদের হাত থেকে রক্ষা পেলো না মৃত বাদী আবুল কাশেমের কবরও। বৃহস্পতিবার উপজেলার বারগাঁও ইউনিয়নের রাজীবপুর গ্রামের উমেদ আলী মুন্সীবাড়ীতে এই ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীরা বিষয়টি জানতে  পেরে ওই এলাকায় গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন। গণমাধ্যমকর্মীরা সংবাদ প্রকাশের জন্য প্রয়োজনীয় তথ্য-চিত্র সংগ্রহের সময় দুই যুবক তাদের বাধা প্রদান করে। কর্তব্যরত সাংবাদিকদের চিত্রধারণে বাধা দিয়ে তাদের ভিডিও ধারণ করে নানা রকম আক্রমণাত্মক আচরণ করে। জানা যায়, বিগত ২০০৬ সাল থেকে ১৩৪ শতাংশ জমি নিয়ে আবুল কাশেম ও আব্দুর রহমানদের সঙ্গে আদালতে মামলা চলমান রয়েছে। গত বছরের ২০শে ডিসেম্বর মামলার বাদী আবুল কাশেম মারা যান। এর পর থেকে আদালতে মামলা চলমান জমি বিবাদী পক্ষ নানাভাবে দখল চালিয়ে আসছে। বাধা দিলে আবুল কাশেমের পরিবারকে নানাভাবে হুমকি-ধমকি সহ নিপীড়ন চালিয়ে আসছেন আব্দুর রহমান গং। বুধবার সকালে ঘটনাস্থলে গেলে এ সব অভিযোগের সত্যতা মেলে। সাংবাদিকদের দিকেও তেড়ে আসেন বিবাদী পক্ষের আবদুল খালেকের  ছেলে ফাহিম ও আবদুল মালেকের  ছেলে তানজির আহম্মেদ প্রান্ত। অভিযোগ রয়েছে- বাদীপক্ষ মামলা চলমান জমি দখলে বাধা দিলে বহিরাগত সন্ত্রাসী দিয়ে হুমকি ও  মোটরসাইকেল বাহিনী দিয়ে মহড়া  দেয়া হয়।
আদালতে মামলা চললেও সেই জমি কীভাবে দখল হচ্ছে এমন প্রশ্নে বিবাদীপক্ষের আবদুল মালেক জানান, তারা আদালতের রায় পেয়েছেন। বর্তমানে বাদী মৃত আবুল কাশেমের পরিবার ভীত-সন্ত্রস্ত অবস্থায় নিরাপত্তাহীনতায় রয়েছেন। তারা প্রশাসনের কাছে জীবনের নিরাপত্তা ও ন্যায় বিচার কামনা করেছেন।  সোনাইমুড়ী থানার এসআই রিপন চক্রবর্তী জানান, ঘটনাস্থলে গিয়ে বিবাদীদের কাগজপত্র দেখাতে বললে কোনো কাগজপত্র না দেখিয়ে কোর্টের ফয়সালা কোর্টে করবে বলে জানায়।

 

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status