ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

উখিয়া-টেকনাফে ৩ মাসে ৩০ অপহরণ, গহীন অরণ্যে সাঁড়াশি অভিযান

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
৯ মে ২০২৫, শুক্রবার

কক্সবাজারের উখিয়া-টেকনাফের গহীন জঙ্গলে আইনশৃঙ্খলা বাহিনীর মাদক নির্মূল ও অপহরণ প্রতিরোধে যৌথ অভিযান চালিয়েছে। এ সময় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ মাদক উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কক্সবাজারের উখিয়া-টেকনাফের গহীন জঙ্গলে র‌্যাবসহ অন্যান্য বাহিনী এ অভিযান পরিচালনা করেন। এ সময় উদ্ধার মাদকের মধ্যে ১০০ গ্রাম গাঁজা, ২ হাজার ৫০ পিস ইয়াবা এবং ২টি এলজি, একটি ওয়ান শুটার গান, ১১টি গুলি, একটি অস্ত্র তৈরির যন্ত্রাংশ, ৪টি রামদাসহ ছুরি চাকু ও কিরিচ। অভিযান শেষে কক্সবাজারের র‌্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্র্নেল মো. কামরুল হাসান সাংবাদিকদের ব্রিফিংয়ে কক্সবাজারকে অপরাধপ্রবণ এলাকা উল্লেখ করে জানান, মাদক, চোরাচালান ও অপহরণের ঘটনা প্রায়শই ঘটছে। সমপ্রতি মাদক ও অপহরণ দুটো অপরাধই আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। মাদকের পাশাপাশি গত ৩ মাসে কক্সবাজার জেলায় চল্লিশটির মতো অপরহণের ঘটনা ঘটেছে। এরমধ্যে ৩০টির মতো ঘটনা শুধু এই দুই উপজেলা টেকনাফ ও উখিয়াতে সংঘটিত হয়েছে। তিনি গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে আরও জানান, উখিয়া-টেকনাফ উপজেলা দু’টিতে অপহরণকারীরা সাধারণত ভিকটিমদেরকে উখিয়ার জালিয়া পালং, শ্যামলাপুর, কুদুমগুহা এবং টেকনাফের রঙ্গীখালী, আলীখালী ও জালিয়াপাড়ার গহীন অরণ্যে রাখে। ওই গহীন এলাকাগুলো আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক দুর্গম হওয়াতে সন্ত্রাসী ও ডাকাতরা তাদের নিরাপদ আশ্রয় মনে করে। ওই গহীন এলাকা থেকে সন্ত্রাসী ও ডাকাতদের আস্তানা সমূলে ধ্বংস এবং মাদকের রুট বন্ধ করতে র‌্যাব ও অন্যান্য বাহিনীর পাঁচ শতাধিক ফোর্স নিয়ে সাঁড়াশি অভিযান চালায়।
র‌্যাবের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, এপিবিএন,পুলিশ এবং বনবিভাগের সক্রিয় অংশগ্রহণ করে। সাঁড়াশি অভিযানে সন্ত্রাসীদের কর্তৃক ব্যবহৃত কয়েকটি অস্থায়ী টংঘর ও কটেজের সন্ধান মেলে। যেগুলো তল্লাশি করে সন্ত্রাসীদের ব্যবহৃত এসব মাদক উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, সন্ত্রাসী-ডাকাতদের নিরাপদ আশ্রয় নির্মূলে নিয়মিত ব্যবধানে সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। খোঁজ নিয়ে জানা যায়, আইনশৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযানে কোনো পাচারকারী কিংবা সন্ত্রাসী, ডাকাত, অপহরণকারী আটক হয়নি। তবে এ সাঁড়াশি অভিযানকে স্বাগত জানিয়েছে উখিয়া টেকনাফের সাধারণ জনগণ। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানান উখিয়া টেকনাফের সচেতনমহল।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status