বাংলারজমিন
জৈন্তাপুরে ভিটে রক্ষায় হাজারো মানুষের বিক্ষোভ
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
৯ মে ২০২৫, শুক্রবার
সিলেটের জৈন্তাপুরে চারিকাটা ইউনিয়নের অন্তর্ভুক্ত দি মেঘালয় টি এস্টেটের ইজারা বাতিল সহ দীর্ঘদিন ধরে বসবাসকারীদের নাম স্থায়ী বন্দোবস্তের দাবিতে বিক্ষোভ মিছিল ও দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করে। এতে অংশ নেন- ১০-১২টি গ্রামের কয়েক হাজার মানুষ। জৈন্তাপুর উপজেলা ভূমি অফিস কর্তৃক দি মেঘালয় টি-এস্টেটের ইজারাকৃত জায়গার সীমানা নির্ধারণের খবর পেয়ে সকাল ৯টায় চারিকাটা ভিত্রিখেল শাহী ঈদগাহ্ মাঠে জড়ো হয় ৫টি মৌজার সাধারণ নারী-পুরুষ। সরকারিভাবে সীমানা নির্ধারণ কার্যক্রম না করার জন্য উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালনের ডাক দেয়া হয়। বেলা ১১টা ঈদগাহ্ এলাকা থেকে চারিকাটা ইউনিয়ন পরিষদের উদ্দেশ্যে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলে ৫ মৌজায় বসবাসরত সকল নারী-পুরুষ, শিশু অংশ নেন। ঘণ্টাব্যাপী চলা বিক্ষোভ মিছিল শেষে উপস্থিত ৫ মৌজার জনতা সরকারিভাবে মেঘালয় টি- এস্টেটের সীমানা নির্ধারণের কাজ বন্ধ করা সহ বিভিন্ন দাবিতে ইউনিয়ন পরিষদের সামনে অবস্থান কর্মসূচি পালন করে। দুপুর ১২টায় শুরু হওয়া অবস্থান কর্মসূচি বিকাল ৪টা পর্যন্ত একটানা চলে। অবস্থান কর্মসূচিতে স্থানীয় বর্ষীয়ান ব্যাক্তিত্ব শামসুল হকের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সাবেক আমির নাজমুল ইসলামের সঞ্চালনায় কর্মসূচির মূল বক্তব্য উপস্থাপন করেন, সিলেট জেলা কৃষকদলের যুগ্ম-আহ্বায়ক আলতাফ হোসেন বেলাল। একে একে ৫ মৌজার সাধারণ জনগণ, আলেম সমাজ, ছাত্র-জনতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, ২দিন পূর্বে ৫ মৌজার আয়োজনে মানববন্ধন পালিত হয়। ২দিন পার না হতে আজ ভূমি অফিস থেকে মেঘালয় টি-এস্টেটের সীমানা নির্ধারণের কাজ করার উদ্যোগ নেয়া হয়। যা ৫ মৌজার বসবাসরত মানুষের জন্য চরম সাংঘর্ষিক।
তারা বলেন জীবন থাকতে ৫ মৌজার মানুষ তাদের বসবাসকৃত জমি কোম্পানির নামে ইজারাভুক্ত হতে দেবে না। তারা দাবি করেন শত বছর ধরে স্থায়ীভাবে বসবাসকারীদের নামে যেন জমি বন্দোবস্ত দেয়া হয়। এদিকে সিলেট-তামাবিল মহাসড়কের দরবস্ত বাজার এলাকায় মানববন্ধন পালন করেব। সিলেট জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের কার্যালয় ঘেরাও সহ বিভিন্ন কর্মসূচির ডাক দেয়া হবে বলে বক্তারা জানান। অবস্থান কর্মসূচি চলাকালে বিক্ষোভকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে অবস্থান কর্মসূচিতে অংশ নেন দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার ও চারিকাঠা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান করিম সহ সকল ইউপি সদস্য।