বাংলারজমিন
ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ
ফেনী প্রতিনিধি
৯ মে ২০২৫, শুক্রবারফেনীতে আওয়ামী লীগের ব্যানারে এক ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে কয়েকজন যুবক। গতকাল ভোরে ফেনী মডেল থানার কয়েকশ’ গজের মধ্যে ফেনী সরকারি কলেজ রোড এলাকায় এ মিছিলটি অনুষ্ঠিত হয়। প্রতিবাদে পাল্টা বিক্ষোভ মিছিল করেছে ফেনী সরকারি কলেজ ছাত্রদল। বৃহস্পতিবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ১ মিনিট ২৬ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপের মিছিলের বিষয়টি অবগত হয় পুলিশ। ওই ভিডিওতে দেখা যায়, ফেনী সরকারি পাইলট হাইস্কুল মাঠের ভেতর থেকে মিছিলটি বের হয়ে ফেনী সরকারি কলেজ রোডের ৫০ গজ অদূরে যেয়ে মিছিলটি শেষ হয়ে যায়। মিছিলে উপস্থিত ৮-১০ জন যুবকের মুখে ছিল কালো মাস্ক। এর প্রতিবাদে বৃহস্পতিবার বিকালে ফেনী সরকারি কলেজ মাঠ থেকে মিছিল শুরু করে ফেনী সরকারি কলেজ ছাত্রদল। ২০-২২ জন নেতাকর্মীর আয়োজনে মিছিলটি শহরের কলেজ রোড, ট্রাংক রোড, দোয়েল চত্বর, মডেল থানা মোড় ঘুরে ফেনী সরকারি কলেজে গিয়ে শেষ হয়। এ বিষয়ে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামছুজ্জামান বলেন, আওয়ামী লীগের ঝটিকা মিছিলের বিষয়টি পুলিশ অবগত হয়েছে।
মিছিলে উপস্থিত থাকা যুবকদের আটকের জন্য পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।