ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

কমলনগরে শ্রমিক লীগ নেতার জুতাপেটার বদলা নিলেন আওয়ামী লীগ নেতা

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০২৩, রবিবার

লক্ষ্মীপুরের কমলনগরে আওয়ামী লীগ নেতা হেলাল মাহমুদ হিমেলের হামলায় উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোশারফ হোসেন রাসেল (৪০) গুরুতর আহত হয়েছেন। এ সময় তার লোকজনসহ রাসেলকে এলোপাতাড়ি কিল ঘুসি মেরে ও পিটিয়ে মারাত্মক জখম করে। তাকে রক্ষা করতে উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ফারুক ভূঁইয়া এগিয়ে এলে তাকেও পিটিয়ে আহত করা হয়। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার করইতলা বাজারের হাসপাতাল গেটে এ ঘটনা ঘটে। আহতদের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

ঘটনার রাতে রাসেল বাদী হয়ে হিমেলসহ ১০ জনের নাম উল্লেখ করে কমলনগর থানায় একটি অভিযোগ দেন। জানা যায়, এক সপ্তাহ আগে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল আমিন রাজু ও জেলা সহ-সভাপতি আবদুল মতলব হাজিরহাট বাজারে নির্বাচনের বিষয়ে কথা বলছিলেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সদস্য হেলান মাহমুদ হিমেলের সঙ্গে উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোশাররফ হোসেন রাসেলের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রাসেল সবার উপস্থিতিতে হেলালকে জুতাপেটা করে। এ ঘটনার পাল্টা প্রতিশোধ নিতে হেলাল শুক্রবার সন্ধ্যায় লোকজন নিয়ে রাসেলকে পিটিয়ে আহত করে। পরে শ্রমিক লীগের নেতাকর্মীরা করইতলা বাজারে বিক্ষোভ মিছিল করে। এ ঘটনায় দুই পক্ষই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকে দায়ী করছেন। 

এ বিষয়ে রাসেল বলেন, নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে সাংগঠনিক কাজের উদ্দেশ্যে করইতলা বাজারে আসেন তিনি। মাগরিবের নামাজ পড়তে যাওয়ার সময় হিমেলের নেতৃত্বে একদল সন্ত্রাসী পরিকল্পিতভাবে তার ওপর হামলা করে। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করা হয়। তাকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিনের ইন্ধনে হিমেল এ ঘটনা ঘটায়। এদিকে হিমেলের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আমিন রাজু বলেন, হিমেলের অতিরিক্ত বাড়াবাড়ির কারণে এক সপ্তাহ আগে ঝামেলা হয়েছে। সেটা আমরা সমাধান করেছি। সভাপতি নিজাম উদ্দিন বলেন, দু’পক্ষই আমাদের সংগঠনের লোক। এ বিষয়ে তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নিবো। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক বলেন, রাসেলের ওপর হামলার ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। বিষয়টির তদন্ত চলছে।
 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status