ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

ডিমলায় প্রেমের টানে তিন সন্তানের জননী শিক্ষিকা সহকর্মীর সঙ্গে উধাও

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০২৩, রবিবার
mzamin

নীলফামারীর ডিমলায় প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকা তার ৩ শিশুসন্তান নিয়ে সহকর্মীর সঙ্গে উধাও হয়ে গেছে। এ ঘটনায় গত বুধবার সন্ধ্যায় ডিমলা থানায় অভিযোগ করেছেন ওই শিক্ষিকার স্বামী মহির উদ্দিন। তবে শুক্রবার দুপুর পর্যন্ত ওই শিক্ষক, শিক্ষিকাসহ তার সন্তানদের কোনো হদিস মেলেনি।
অভিযুক্ত শিক্ষক সহিদুল ইসলাম (৪০) ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের পশ্চিম খড়িবাড়ি গ্রামের বাসিন্দা। স্ত্রীসহ তার ৩ সন্তান রয়েছে। রাসলিয়া আক্তার নামের ওই শিক্ষিকা (৩৫) একই গ্রামের বাসিন্দা। তারা দুজনই খড়িবাড়ি এলাকার শহীদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। অভিযোগ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যায় ওই শিক্ষিকা তার স্বামীর বাড়ি ছেড়ে ৩ শিশু সন্তানসহ ওই শিক্ষকের সঙ্গে বের হয়ে যান। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাদের কোনো হদিস পাননি। পরে স্ত্রীকে নিয়ে উধাও হওয়ার বিষয়টি নিয়ে তার স্বামী বাদী হয়ে ডিমলা থানায় লিখিত অভিযোগ করেন। ওই শিক্ষিকার স্বামী বলেন, ‘শিক্ষকের স্ত্রী-সন্তান থাকার পরও আমার ৩ সন্তানসহ স্ত্রীকে ফুসলিয়ে নিয়ে গেছে। আমার স্ত্রী-সন্তানদের আমি ফেরত চাই। শিক্ষক নামের ওই অমানুষের কঠিন বিচার চাই।’ 

তিনি জানান, ওই শিক্ষক এর আগেও প্রথম স্ত্রী ও সন্তান রেখে দ্বিতীয় বিয়ে করেছেন। শিক্ষকের প্রথম স্ত্রী বলেন, ‘বিয়ের পর থেকেই আমার স্বামীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ পেয়েছি। যেহেতু বিয়ে করেছি, সে কারণে মুখ বন্ধ করে সব সহ্য করে এসেছি। বিয়ের ২০ বছর পর ২০২০ সালে এক মেয়েকে দ্বিতীয় বিয়ে করে সে। পরবর্তী সময় পরিবার ও আমার অনুরোধে দ্বিতীয় স্ত্রীকে তালাক দেয়। এখন তার সহকর্মী ওই শিক্ষিকাকে ৩ মাস আগে তৃতীয় বিয়ে করেছে বলে জানতে পেরেছি।’ শহীদ স্মৃতি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ময়েন উদ্দিন বলেন, ‘ঘটনা শোনার পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। বর্তমানে ওই দুই শিক্ষক বিদ্যালয়ে অনুপস্থিত আছেন। এ বিষয়ে জানতে ওই শিক্ষক ও শিক্ষিকাকে একাধিকবার ফোন দেয়া হলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাজ্জাদুজ্জামান জানান, ওই দুই সহকারী শিক্ষকের বিষয়ে উপজেলা শিক্ষা কমিটির সভায় আলোচনা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ রায় বলেন, ‘এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। ওই শিক্ষিকাসহ তার সন্তানদের উদ্ধারের চেষ্টা চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

পাঠকের মতামত

এদের চাকুরি থেকে অপসারন৷ করা হউক

এরা দুজনই শিক্ষক শিক
১০ ডিসেম্বর ২০২৩, রবিবার, ১১:১০ পূর্বাহ্ন

অন্যের ব্যাপারে না জেনে মন্তব্য করে কী লাভ! যে মহিলা ঘরে ছেড়েছে সে জানে কি যাতনায় ঘর ছেড়েছে, যে পুরুষ ঘর ছেড়েছে সে জানে কি বিষে ছেড়েছে। যার বৌ ভেগেছে সে বুঝে কী হারিয়েছে। আমরা বুঝব না। কিছুতেওই বুঝবনা।

Eyaqub
১০ ডিসেম্বর ২০২৩, রবিবার, ৩:৩১ পূর্বাহ্ন

হাহাহা..... মানুষ গড়ার কারিগররাই অমানুষ হয়ে গেছে। ঐ ভেগে যাওয়া শিক্ষিকার স্বামীর এখন যা করা উচিৎ তা হলো ভেগে যাওয়া শিক্ষকের স্ত্রীর দখল নেয়া, তাহলেই সমতা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হবে।

ফয়েজ আহমেদ
৯ ডিসেম্বর ২০২৩, শনিবার, ১:৩০ অপরাহ্ন

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status