বাংলারজমিন
গান গেয়ে বছরে মমতাজের আয় ৭ লাখ টাকা
স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ থেকে
১০ ডিসেম্বর ২০২৩, রবিবার
মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও ফোক সম্রাজ্ঞী মমতাজ বেগম তার হলফনামায় সারা বছর গান গেয়ে মাত্র সাত লাখ টাকা আয় করেন বলে তথ্য দিয়েছেন। অথচ প্রতি শো’তে তার ইনকাম ১০-১২ লাখ টাকা- এটা তার নিজের কথা। মমতাজ বেগমের পাঁচ বছরে আয় বেড়েছে প্রায় ২৮ শতাংশ। তার বিরুদ্ধে বাংলাদেশের আদালতে কোনো মামলা না থাকলেও ওপার বাংলা কলকাতার হাইকোর্ট ও বহরমপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতে পৃথক দু’টি মামলার আসামি তিনি। মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও দলীয় প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলা রিটার্নিং অফিসারের কাছে তার নির্বাচনী হলফনামায় যে বিবরণী উল্লেখ করেছেন তাতে দেখা যাচ্ছে, বিগত পাঁচ বছরে তার আয় ও সম্পদ দুটোই বৃদ্ধি পেয়েছে। মমতাজ নিজের নামে ঢাকার মহাখালিতে প্রায় ৭ কোটি টাকা দামের বাড়ি আর এক কোটিরও বেশি দামের ল্যান্ডক্রুজার গাড়ির বিবরণী উল্লেখ করলেও স্বামীর নামে একাদশ নির্বাচনের সেই ৮ লাখ টাকা দামের গাড়ির কোনো পরিবর্তন হয়নি।
বিগত বছরগুলোর চেয়ে কমেছে ঋণের আধিক্য। দেশসেরা অন্যতম দামি ফোক সম্রাজ্ঞী হলেও সারা বছর গান গেয়ে নাকি তিনি মাত্র সাত লাখ টাকা আয় করেন! এমনটি মমতাজের এবারের হলফনামায় উল্লেখ করেছেন! একাদশ নির্বাচনী হলফনামায় তার গান থেকে বছরে আয় হয়েছিল ৪ লাখ ৮৫ হাজার টাকা। দশম জাতীয় সংসদ নির্বাচনী হলফনামায় গান থেকে আয়ের খাত জানান দিয়েছিলেন ৩ লাখ ৩০ হাজার টাকা।
রিটার্নিং অফিসারের কাছে জমা দেয়া হলফনামার তথ্য অনুযায়ী, মমতাজ বেগমের পাঁচ বছরে আয় বেড়েছে প্রায় ২৮ শতাংশ। ২০১৮ সালে তার বাৎসরিক আয় ছিল ৩৮ লাখ ৮৪ হাজার ২৭৬ টাকা। ২০২৩ সালের হলফনামায় তার আয় দেখানো হয়েছে ৪৯ লাখ ৫৭ হাজার ৮৮৮ টাকা।