অনলাইন
জনসমর্থনপুষ্ট সরকারের পক্ষে বৈদেশিক অর্থনৈতিক স্বার্থের সমন্বয় সহজ: ওয়াহিদউদ্দিন মাহমুদ
অনলাইন ডেস্ক
(১ বছর আগে) ৯ ডিসেম্বর ২০২৩, শনিবার, ২:১৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৬ পূর্বাহ্ন

বিশিষ্ট অর্থনীতিবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, পরিবর্তনশীল ভূরাজনীতির সঙ্গে বিশ্বব্যাপী আন্তঃদেশীয় সম্পর্কের সমীকরণ জটিল হচ্ছে। স্বল্পোন্নত দেশগুলো এই টানাপোড়েনের মধ্যে পড়তে যাচ্ছে। এর মধ্যে ঝুঁকিও আছে, লাভবান হওয়ার সুযোগও আছে। সরকার যতবেশি জনসমর্থনপুষ্ট হবে, ততবেশি দেশের বৈদেশিক অর্থনৈতিক স্বার্থের সঙ্গে সরকারের রাজনৈতিক স্বার্থের সমন্বয় করা সহজ হবে। বিদেশি শক্তি বা বহুজাতিক কোম্পানিগুলোর অন্যায় ও অন্যায্য সুযোগের প্রবণতা ততই সামলানো যাবে। এটিই হলো ভূরাজনীতি ও ভূঅর্থনীতি (যা মুদ্রার এপিঠ ওপিঠ), যা সামাল দেয়া বাংলাদেশের মতো স্বল্পোন্নত দেশের জন্য চ্যালেঞ্জ।
শনিবার বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) বার্ষিক সম্মেলনের শেষ দিনে এক জনবক্তৃতায় তিনি এসব মন্তব্য করেন। তার বক্তৃতার বিষয় ছিল ‘পরিবর্তনশীল বিশ্ব ব্যবস্থা এবং ভূঅর্থনীতি : স্বল্পোন্নত দেশগুলোর জন্য সংশ্লেষ।’ রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে গত বৃহস্পতিবার তিন দিনের এ সম্মেলন শুরু হয়।
বিশিষ্ট অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ এক প্রশ্নের জবাবে বলেন, তার উপস্থাপনা বাংলাদেশকেন্দ্রিক নয়। পরিবর্তনশীল বিশ্ব পরিস্থিতিতে ভূরাজনীতি এবং ভূঅর্থনীতির স্বল্পোন্নত দেশগুলোকে কীভাবে প্রভাবিত করেছে এবং এসব দেশ যেসব চ্যালেঞ্জের মধ্যে পড়ছে, তার ওপর তিনি আলোকপাত করেছেন। এই অধিবেশনে সভাপতিত্ব করেন গবেষণা সংস্থা পিআরআইর চেয়ারম্যান ড. জাইদি সাত্তার। সাবেক অর্থমন্ত্রী এম. সাইদুজ্জামান, বিআইডিএসের মহাপরিচালক ড. বিনায়ক সেন, গবেষণা সংস্থা সানেমের নির্বাহী পরিচালক অধ্যাপক সেলিম রায়হান প্রশ্নোত্তর পর্বে অংশ নেন।