অনলাইন
দুর্নীতিবিরোধী দিবসে দুদক চেয়ারম্যান
দুর্নীতি শুধু বাংলাদেশে নয়, বৈশ্বিক সমস্যা
অনলাইন ডেস্ক
(১ বছর আগে) ৯ ডিসেম্বর ২০২৩, শনিবার, ১০:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:৫৭ অপরাহ্ন
দুর্নীতির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহ বলেছেন, দুর্নীতি শুধু বাংলাদেশে নয়, এটি বৈশ্বিক সমস্যা। এজন্য দুর্নীতির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শনিবার আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের উদ্বোধন উপলক্ষ্যে তিনি এই কথা বলেন।
জাতিসংঘ ২০০৩ সালে এই দিনকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ঘোষণা করে। সে হিসেবে এবার ২১তম আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। এবার দিবসের প্রতিপাদ্য হচ্ছে- উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ।
বরাবরের ন্যায় এবারও রাজধানী ঢাকাসহ দেশের ৮টি বিভাগ, ৬৪টি জেলা এবং ৪৯৫টি উপজেলায় বড় পরিসরে উদযাপন করা হবে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। একইসঙ্গে দেশে সকল সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ, সরকারি-আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং পিকেএসএফসহ অন্যান্য এনজিওতে দুর্নীতিবিরোধী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
দুর্নীতিবিরোধী দিবসে সকাল ১১টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা অডিটরিয়ামে দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা হবে। এ অনুষ্ঠানে প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রধান বিচারপতি বিচারপতি ওবায়দুল হাসান।
বাংলাদেশে সীমাহীন।
দুদক চেয়ারম্যানের সাহেব আগে আপনার দেশের দুর্নীতি নিয়ে কথা বলুন এর পর অন্য দেশের দুর্নীতি মন্তব্য করেন, আপনারা কতো টুকু দুর্নীতি দমন করতে পেরেছেন? বর্তমান নির্বাচন প্রার্থীদের হলফনামা দেখেছেন কারো টাকার পাহাড়,কারো সম্পদে পাহাড় কোথায় কিভাবে হয়েছে তদন্ত করেছেন নাকি করবেন।
চেয়ারম্যান মহোদয় দয়া করে প্রথমে দেশের দুর্নীতি লাগবে মনোযোগী হউন। বৈশ্বিক চিন্তা মাথা থেকে নামিয়ে ফেলুন।
দেশের রাজনীতিবিদদের বেশিরভাগ যদি দূর্নীতিগ্রস্থ হয় সেক্ষেত্রে দূর্নীতি স্বাভাবিক ও সম্মানের বিষয় হয়ে দাঁড়ায়! দূর্নীতিবাজদের পুনর্বাসন করার জন্য বৈশ্বিক দূর্নীতি প্রচার হয় বেশি।