ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

কী রেটিং পেলো বিশ্বকাপের সেই ‘বিতর্কিত’ পিচ?

স্পোর্টস ডেস্ক
৯ ডিসেম্বর ২০২৩, শনিবার
mzamin

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে নানা অনিয়ম নিয়ে সমালোচিত হয়েছে আয়োজক ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। এর মধ্যে একটি ছিল ভারত-নিউজিল্যান্ডের সেমিফাইনালের আগে পিচ পরিবর্তনের কাণ্ড। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের সেই ‘বিতর্কিত’ পিচকে ভালো মানের বলছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
১৯শে নভেম্বর পর্দা নামে ২০২৩ আইসিসি ওয়ানডে ওয়ার্ল্ডকাপের। বিশ্বকাপ শেষ হওয়ার এক মাস পর ত্রয়োদশ আসরে ব্যবহৃত স্টেডিয়ামগুলোর পিচের রেটিং দিয়েছে আইসিসি। ১৫ই নভেম্বর মুম্বইয়ের ওয়াংখেড়ে ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় ভারত ও নিউজিল্যান্ড। বৃটিশ দৈনিক ডেইলি মেইল জানায়, ভারতীয় বোলারদের সুবিধা দিতে ম্যাচের আগে পূর্বনির্ধারিত পিচ পরিবর্তন করে ফেলে বিসিসিআই। অভিযোগের সত্যতা স্বীকার করলেও এই বিষয়টি খুব স্বাভাবিক উল্লেখ করেছিল আইসিসি। বিতর্কিত সেই পিচকে ‘গুড’ বা ভালো রেটিং দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১৯শে নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়ে ৬ষ্ঠ শিরোপা জেতে অস্ট্রেলিয়া। সেই ম্যাচের আগেও গুঞ্জন ওঠে, ভারতকে সুবিধা দিতে পিচ প্রস্তুত করা হবে। ফাইনালের পিচটিকে ‘এভারেজ’ বা গড়পড়তা রেটিং দিয়েছে আইসিসি। তবে ওই ম্যাচে রেফারি হিসেবে থাকা জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার অ্যান্ডি পাইক্রফটের দেয়া রিপোর্ট অনুযায়ী- ওই মাঠের আউটফিল্ড ছিল খুবই ভালো। 
১৬ই নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয় দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচের পিচকেও গড়পড়তা বলছে আইসিসি। যেখানে ৪৯.৪ ওভারে ২১২ রান তুলে অলআউট হেয়ছিল দক্ষিণ আফ্রিকা। পরে সে রান টপকাতে ৪৭.২ ওভারে প্যাট কামিন্সরা হারিয়েছিলেন ৭ উইকেট। তবে ইডেন গার্ডেন্সের আউটফিল্ডকে ‘খুব ভালো’ রেটিং দিয়েছেন ম্যাচ রেফারির দায়িত্বে থাকা সাবেক ভারতীয় পেসার জাভাগল শ্রীনাথ।
বিশ্বকাপের লীগ পর্বে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ডি, পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে কলকাতার ইডেন গার্ডেন্স, লখনৌ, আহমেদাবাদ এবং চেন্নাইয়ে ম্যাচ খেলেছে ভারত। সেই মাঠের পিচগুলোকেও গড়পড়তা বলেছে আইসিসি।

 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status