খেলা
কোপা আমেরিকা
গ্রুপ অফ ডেথে ব্রাজিল, আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা?
স্পোর্টস ডেস্ক
(৯ মাস আগে) ৮ ডিসেম্বর ২০২৩, শুক্রবার, ১০:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০১ পূর্বাহ্ন
২০১৫ ও ২০১৬, কোপা আমেরিকায় টানা দুই আসরে চিলির বিপক্ষে ফাইনালের হারের তেতো স্বাদ পায় আর্জেন্টিনা। লাতিন আমেরিকার এই টুর্নামেন্টের আসন্ন আসরে এবার চিলিকে গ্রুপ পর্বে পাবে আর্জেন্টিনা। লিওনেল মেসিদের চীরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকেও গ্রুপ পর্বে দিতে হবে বড় পরীক্ষা।
আগামী বছর কোপা আমেরিকার ৪৮তম আসর মাঠে গড়াবে যুক্তরাষ্ট্রে। তার আগে গতকাল টুর্নামেন্টটির ড্র অনুষ্ঠিত হয়। যেখানে গ্রুপ ‘এ’তে সর্বশেষ আসরের কোপা আমেরিকা ও বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা পেয়েছে পেরু ও চিলিকে। এছাড়া গ্রুপের আরেকটি দল হতে পারে প্লে অফ খেলে আসা প্লে অফ খেলে কানাডা অথবা ত্রিনদাদ এন্ড টোবাগো।
অন্যদিকে গতবার আর্জেন্টিনার বিপক্ষে ফাইনাল হারা ব্রাজিল তুলনামূলক কঠিন গ্রুপেই পড়েছে। গ্রুপ ‘ডি’তে কলম্বিয়া ও প্যারাগুয়ের মুখোমুখি হবে ৯ বারের কোপা আমেরিকা চ্যাম্পিয়নরা। গ্রুপে তাদের অন্য প্রতিপক্ষ হবে কনকাকাফ অঞ্চল থেকে প্লে অফ খেলে আসা হন্ডুরাস অথবা কোস্তারিকা।
স্বাগতিক যুক্তরাষ্ট্র আছে গ্রুপ ‘সি’ তে। সেখানে অন্য তিন দল হলো ১৫বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে, বলিভিয়া ও পানামা। আর মেক্সিকো, ইকুয়েডর, ভেনেজুয়েলা ও জামাইকাকে নিয়ে গঠিত হয়েছে গ্রুপ ‘বি’।
আগামী বছরের ২০শে জুন পর্দা উঠবে কোপা আমেরিকার আগামী আসরে। যেখানে উদ্বোধনী ম্যাচে যেখানে প্লে অফ উঠে আসা কানাডা বা ত্রিনিদাদ এন্ড টোবাগোর মুখোমুখি হবে উরুগুয়ের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ১৫ বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ১৪ই জুলায় ফাইনালের মধ্যে দিয়ে পর্দা নামবে এই টুর্নামেন্টের।