ঢাকা, ৯ জুলাই ২০২৫, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ মহরম ১৪৪৭ হিঃ

দেশ বিদেশ

পদ্মা সেতু উদ্বোধনের টাকা বন্যার্তদের সাহায্যে ব্যয় করার দাবি বাম জোটের

স্টাফ রিপোর্টার
২২ জুন ২০২২, বুধবার

পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান স্থগিত করে ওই টাকা বন্যার্তদের ত্রাণ-পুনর্বাসনে ব্যয় করার দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। এ সময় তাদের পক্ষ থেকে ৯টি দাবি জানানো হয়েছে। মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টনে সিপিবি’র অফিসে বাম জোটের সংবাদ সম্মেলনে এসব দাবি উত্থাপন করা হয়। লিখিত বক্তব্য পাঠ করেন বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুস সাত্তার। তাদের অন্যান্য দাবিগুলো হলো- সিলেট-সুনামগঞ্জসহ দেশের গুরুতর বন্যাকবলিত জেলাকে দুর্গত এলাকা ঘোষণা করা, বানভাসি সব মানুষকে সেনা, নৌ, বিমান বাহিনীর হেলিকপ্টার-বোট দিয়ে দ্রুত নিরাপদ আশ্রয়ে নিয়ে আসা, আশ্রয়কেন্দ্রগুলোয় পর্যাপ্ত খাবার, শিশুখাদ্য, বিশুদ্ধ খাবার পানি, ওষুধ সরবরাহ নিশ্চিত করা; বন্যার পানি নেমে যাওয়ার সময় থেকে পানিবাহিত রোগ প্রতিরোধের কার্যকর ব্যবস্থা গ্রহণ করা; বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত ও ত্রাণ-পুনর্বাসনে দুর্নীতি-দলীয়করণ বন্ধ করা; বন্যার স্থায়ী সমাধানে সরকারের অপরিকল্পিত উন্নয়ন, বাঁধ-সড়ক নির্মাণ বন্ধসহ পানি প্রবাহে বাধা সৃষ্টিকারী বাঁধসহ রাস্তা অপসারণ করা; সব নদী-খাল-জলাশয় ভরাট ও দখল-দূষণ বন্ধ করা, নদী-খাল পরিকল্পিত ও আধুনিক পদ্ধতিতে খনন করা; পাহাড়-টিলা-বন ধ্বংস বন্ধ করা, প্রাণ-প্রকৃতি-পরিবেশ রক্ষা করা, জলবায়ু পরিবর্তনে রুখে দাঁড়ানো; ভারতের সঙ্গে আন্তর্জাতিক আইন অনুযায়ী অভিন্ন নদী সমস্যার সমাধান করা। 
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, সিপিবি’র সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু।
 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status