বাংলারজমিন
মৌলভীবাজারে যুবদল-ছাত্রদলের ঝটিকা মিছিল
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে
৫ ডিসেম্বর ২০২৩, মঙ্গলবারঅবরোধ সফলে মৌলভীবাজারে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচনের একদফা দাবিতে নবম দফায় বিএনপি’র ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ সফলে ঝটিকা বিক্ষোভ মশাল মিছিল করে তারা। গত রোববার রাতে এসব কর্মসূচি পালন করে।
জানা যায়, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহানের নেতৃত্বে মশাল মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভা থেকে তারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কারাবন্দিদের মুক্তির দাবি জানান। এ ছাড়া সরকারের পদত্যাগের দাবিতে স্লোগান দেন। মিছিলে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপি’র যুব বিষয়ক সম্পাদক ওয়াহাবুর রহমান রুমেল, সদর উপজেলা বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ তোফায়েল আহমদ চৌধুরী, সদর উপজেলা বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক মন্জু হক, সাবেক সদস্য সচিব তাঁতীদল মো. শফিউল আলম জগলু, যুব নেতা আবু সুফিয়ান, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাহবুব আল জামাল, সহ-সাংগঠনিক সম্পাদক জুনেদ আলম, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাকনুনুর রহমান প্রমুখ। অন্যদিকে মৌলভীবাজারে যুবদলের ঝটিকা মিছিল করেছে জেলা যুবদল। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দিদের মুক্তি, গণবিরোধী প্রহসনের নির্বাচনের তফসিল বাতিল এবং সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে মৌলভীবাজার জেলা যুবদল শহরের শাহ মোস্তফা সড়ক এলাকায় অবরোধ সফলে ঝটিকা মিছিল বের করে। ঝটিকা বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সুমন আহমদ, কৃষি বিষয়ক সম্পাদক এমদাদ আহমদ, সহ-যোগাযোগ বিষয়ক সম্পাদক ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম মজুমদার, সদর উপজেলা যুবদল নেতা জহির আহমদ, পৌর যুবদল নেতা রাহী আহমদসহ যুবদলের নেতাকর্মী। অন্যদিকে সন্ধ্যায় ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে নতুন বাস টার্মিনাল এলাকায় জেলা যুবদলের অপর একটি মশাল মিছিল বের করা হয়। এতে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদলের আখাইলকুড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সাইদ আহমদ, সদস্য সচিব আব্দুল জলিল, কামালপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব জুনেদ আহমদ, আখাইলকুড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক বাবর আহমদ, যুগ্ম আহ্বায়ক ইমরান আহমদ, মিজান আহমদ, হাবিব মিয়া যুবদল জেলা, পৌর ও সদর উপজেলার নেতৃবৃন্দ। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ থেকে সরকারের পদত্যাগ এবং প্রহসনের নির্বাচন বন্ধ করার দাবি পুনর্ব্যক্ত করেন দলটির নেতারা।