বাংলারজমিন
উন্নয়ন কাজ নির্ধারিত সময়ে শেষ করতে না পারলে শাস্তিমূলক ব্যবস্থা: মেয়র টিটু
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ থেকে
৫ ডিসেম্বর ২০২৩, মঙ্গলবারময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) এর সড়ক ও ড্রেনেজ নেটওয়ার্কসহ নাগরিকসেবা উন্নতকরণ প্রকল্পের ঠিকাদারদের সঙ্গে মসিকের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গত রোববার বেলা ১১টায় শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে উক্ত সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু। ঠিকাদারদের উদ্দেশ্যে তিনি বলেন, জনদুর্ভোগ লাঘবে সচেষ্ট থাকুন। আপনাদের মাধ্যমে যে নাগরিকসেবা দিয়ে চাই তা যেন জনভোগান্তি সৃষ্টি না করে। সেবা যেন বিরক্তির কারণ না হয়।
ঠিকাদারদের উদ্দেশ্যে মেয়র আরও বলেন, নির্ধারিত সময়ে কাজ শেষ করতে হবে। সময় বৃদ্ধির প্রস্তাবকে কোনো ভাবেই গ্রহণ করা হবে না। নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, কেউ যদি রাস্তা বা ড্রেনের জায়গা দখল করে কোনো কিছু নির্মাণ করে তবে তা উচ্ছেদের খরচও তার কাছ থেকে আদায় করতে হবে। রাস্তা বা ড্রেনের জায়গার দখল সহ্য করা হবে না। সভায় মসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলী, প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলাম মিঞা, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এস এম মাজহারুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জহুরুল হকসহ প্রকৌশল বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ অন্যরা উপস্থিত ছিলেন।