অনলাইন
গাজীপুরে যাত্রীবাহী বাসে আগুন
অনলাইন ডেস্ক
(১ বছর আগে) ৪ ডিসেম্বর ২০২৩, সোমবার, ১২:৩৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:০০ অপরাহ্ন
গাজীপুর মহানগরে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার সকাল ৯টার দিকে কাশিমপুরের জিরানী বাজার এলাকার চন্দ্রা-নবীনগর সড়কে এ ঘটনা ঘটে।
গাজীপুরের কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রাফিউল করিম বলেন, যারা বাসে আগুন দিয়েছে তাদের আটকের অভিযান অব্যাহত।
জানা গেছে, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় থেকে ঠিকানা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। একপর্যায়ে বাসটি জিরানী বাজার এলাকায় পৌঁছলে বাসের ভেতরের পেছন দিকের সিট থেকে ধোঁয়া বের হতে থাকে। এ সময় চালক বাসটি থামালে যাত্রীরা নেমে যায়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভায়। আগুনে বাসের ভেতরের বেশ কয়েকটি সিট পুড়ে গেছে।