বাংলারজমিন
সরিষাবাড়ীতে আওয়ামী লীগ নেতার বহিষ্কারের সিদ্ধান্ত, প্রত্যাহার দাবিতে বিক্ষোভ মিছিল
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
৪ ডিসেম্বর ২০২৩, সোমবারজামালপুরের সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামের বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১১টায় তৃণমূল আওয়ামী লীগের আয়োজনে তারাকান্দি গেটপাড় এলাকায় এ বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলটি তারাকান্দি গেটপাড় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় গেটপাড়ে সমাবেশে মিলিত হয়। বিক্ষোভ মিছিলে পিংনা, ডোয়াইল, পোগলদিঘা ও আওনা ইউনিয়নের প্রায় ৫ হাজার নেতাকর্মী ও নারী-পুরুষ অংশ নেয়। সমাবেশে সরিষাবাড়ী উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আজমত আলীর সঞ্চালনায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা যুবলীগের সহ-সভাপতি রইচ উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান, আওনা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আবু বক্কর, কান্দারপাড়া বাস মালিক সমিতির সভাপতি মতিউর রহমান, ট্রাক পরিবহন ও শ্রমিক পরিবহনের সভাপতি তোজাম্মেল হক টিটু প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সদস্য ময়নুল ইসলাম, পোগলদিঘা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন লতিফ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা বাবু, পিংনা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম আল মামুন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, তারাকান্দি শাখা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামীম তরফদারসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।