অনলাইন
টঙ্গীতে কাভার্ডভ্যানে আগুন
অনলাইন ডেস্ক
(১১ মাস আগে) ১ ডিসেম্বর ২০২৩, শুক্রবার, ৯:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:২১ অপরাহ্ন
গাজীপুরের টঙ্গীতে একটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সোয়া ১০টায় টঙ্গীর মেঘনা রোডে এ ঘটনা ঘটে। ঘটনার পর চালককে না পেয়ে তাকে খুঁজতে অভিযান চালাচ্ছে পুলিশ।
ফায়ার সার্ভিস মিডিয়া সেলের উপসহকারী পরিচালক শাহজাহান সিকদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, 'ঘটনার পর কাভার্ডভ্যানটির চালক ও মালিককে পাওয়া যায়নি। তাদের খুঁজছে পুলিশ।'
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রাতে ৪-৫ জন দুর্বৃত্ত পেট্রল ঢেলে কাভার্ডভ্যানটিতে আগুন লাগিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়।