শেষের পাতা
গাড়িতে আগুন-ভাঙচুর রোববার থেকে ফের ৪৮ ঘণ্টার অবরোধ
স্টাফ রিপোর্টার
১ ডিসেম্বর ২০২৩, শুক্রবারসরকার পতনের একদফা দাবিতে বিরোধী জোটের ডাকা হরতালে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল হয়েছে। এ ছাড়া রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় ৬টি গাড়িতে আগুন ও ৬টি গাড়ি ভাঙচুর এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গ্রেপ্তার করা হয়েছে বিএনপি’র ৩৮০ জন নেতাকর্মীকে। রাজধানীতে হরতালের প্রভাব কম হলেও মহাসড়কগুলোতে চলেনি দূরপাল্লার কোনো বাস। এদিকে ৯ম দফায় রোববার থেকে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। একই কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত ও যুগপৎ আন্দোলনে থাকা সমমনা দলগুলো।
৬ গাড়িতে আগুন
বিরোধী জোটের সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে দেশের বিভিন্ন স্থানে ৬টি গাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এ ছাড়া আরও ৬টি গাড়ি ভাঙচুর করা হয়েছে। গাজীপুর মহানগরের কাশিমপুরে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসটির বেশির ভাগ অংশ পুড়ে গেছে। গতকাল পৌনে ৯টার দিকে নগরীর জিরানি এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে বলে কাশিমপুর থানার ওসি সৈয়দ রাফিউল করিম জানান। ওদিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় মহাসড়কের পাশে দাঁড় করিয়ে রাখা তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসগুলোর বেশির ভাগ অংশ পুড়ে গেছে। গতকাল সদর দক্ষিণ মডেল থানার ওসি আলমগীর হোসেন ভূঁইয়া জানান, বুধবার রাত ৩টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কোটবাড়ী এলাকার আইরিশ হিল হোটেলের সামনে এ ঘটনা ঘটে। এদিকে গাজীপুরে দু’টি কাভার্ডভ্যানে আগুন দিয়ে হাতবোমা ফাটিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। আগুনে গাড়ি দু’টির সামনের অংশ পুড়ে গেছে তবে কেউ হতাহত হয়নি। বৃহস্পতিবার সকাল সোয়া ৬টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের ঝাজড় এলাকায় ঢাকা বাইপাস মহাসড়কে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন গাছা থানার ওসি মো. শাহ আলম।
বিএনপি-জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের আগের রাতে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় যাত্রীবাহী বাসসহ অন্তত ৬টি যানবাহন ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এতে আহত হয়েছেন এক যাত্রী। বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার যৌথ খামার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মাটিরাঙ্গা থানার ওসি কৃষ্ণ কমল ধর।
রাজধানীতে বিক্ষোভ
হরতালের সমর্থনে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা ও থানা এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছে। বিক্ষোভ করেছে জামায়াত ও যুগপৎ আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চ, এলডিপি, গণঅধিকার পরিষদ, এবি পার্টি, সমমনা ১২ দলীয় জোট। এ সময় বিভিন্নস্থানে পুলিশ ও সরকার সমর্থকের হামলার ঘটনা ঘটে।
রোববার থেকে ফের ৪৮ ঘণ্টার অবরোধ
সরকার পতনের একদফা দাবিতে ২৪ ঘণ্টা অবরোধ এবং ১২ ঘণ্টা হরতালের পর রোববার থেকে ‘৪৮ ঘণ্টার’ অবরোধ ডেকেছে বিএনপি। আগামী রোববার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত সারা দেশে সর্বাত্মক এই অবরোধ কর্মসূচি পালন করবে দলটি। বৃহস্পতিবার বিকালে ভার্চ্যুয়াল এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সারা দেশে সর্বাত্মকভাবে অবরোধ কর্মসূচি পালনের জন্য দলের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। সারা দেশে গ্রেপ্তারের চিত্র তুলে ধরে রিজভী বলেন, গত ২৪ ঘণ্টায় সারা দেশে বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের ৩৮০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া মামলা দায়ের হয়েছে ১৭টি। এসব মামলায় আসামি করা হয়েছে ১৯১০ জন নেতাকর্মীকে।
উল্লেখ্য, গত ২৮শে অক্টোবর মহাসমাবেশে হামলার পর সরকারের পদত্যাগের এক দফার দাবিতে বিএনপিসহ সমমনা জোটগুলো ২৯শে অক্টোবর থেকে সারা দেশে তিনদফায় চারদিন হরতাল ও আট দফায় ১৬ দিন অবরোধ কর্মসূচি পালন করেছে।