অনলাইন
মাকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরা হলো না ব্যবসায়ী রুয়েলের
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
(১ বছর আগে) ৩০ নভেম্বর ২০২৩, বৃহস্পতিবার, ৩:৪৮ অপরাহ্ন

অসুস্থ মাকে ডাক্তার দেখিয়ে সিএনজি নিয়ে বাড়ি ফিরছিলেন কমলগঞ্জের আদমপুর বাজারের কাপড় ব্যবসায়ী রুয়েল বক্ত (৩৫)। পথে তাদের বহনকারী সিএনজি অটোরিকশার চাকা খুলে মর্মান্তিক এক দুর্ঘটনায় নিহত হন তরুন এ ব্যবসায়ী।
গতকাল বুধবার রাত ১০টার দিকে কমলগঞ্জ-কুরমা সড়কের হোমেরজানের মাটিয়া মসজিদ নামক এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত রুয়েল বখত উপজেলার ইসলামপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের মৃত নুরুজ বক্ত এর ছেলে।
পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, বুধবার বিকেলে তার অসুস্থ মাকে ডাক্তার দেখাতে মৌলভীবাজার জেলা সদরে যান রুয়েল। সেখানে ডাক্তার দেখিয়ে ঔষধপত্র নিয়ে রাতে সিএনজি অটোরিকশা নিয়ে বাড়ি ফেরার পথে মাটিয়া মসজিদ নামক এলাকার হঠাৎ চলন্ত সিএনজির চাকা খুলে পাশের কৃষি জমিতে উল্টে পড়ে। এতে চালকসহ মা ছেলে আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। আহতদের মধ্যে ব্যবসায়ী রুয়েল এর আঘাত গুরুতর হওয়ায় তাকে আশংকাজনক অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী হতাহতের বিষয়টি নিশ্চিত করেন।