ঢাকা, ৯ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার, ২৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শাবান ১৪৪৬ হিঃ

শেষের পাতা

গাড়িতে আগুন বিক্ষোভ, বিরোধী জোটের হরতাল আজ

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
৩০ নভেম্বর ২০২৩, বৃহস্পতিবারmzamin

সরকার পতনের একদফা দাবিতে বিরোধী জোটের অষ্টম দফায় ডাকা অবরোধে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল হয়েছে। এ ছাড়া রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় ৫ গাড়িতে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 

গ্রেপ্তার করা হয়েছে বিএনপি’র ৩৬৫ জন নেতাকর্মীকে। রাজধানীতে অবরোধের প্রভাব কম হলেও মহাসড়কগুলোতে চলেনি দূরপাল্লার কোনো বাস। এদিকে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করবে বিএনপি। একই কর্মসূচি পালন করবে জামায়াত ও যুগপৎ আন্দোলনে থাকা সমমনা দলগুলো। 
৫ গাড়িতে আগুন
রাজধানীর মিরপুরে বিআরটিসি’র ডাবলডেকার একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল দুপুর আড়াইটায় মিরপুর-১ নম্বর গোল চত্বরে এ ঘটনা ঘটে। এদিকে অবরোধের আগের রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় একটি পণ্যবাহী ট্রাকে পেট্রোল বোমা ছুড়ে আগুন দেয়া হয়েছে। মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার শিংলাবো এলাকায় এশিয়ান হাইওয়েতে এ ঘটনায় গুরুতর দগ্ধ হয়েছেন ট্রাক চালকের সহযোগী মো. সায়মন। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মহাসড়কে সবজিবাহী পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল ভোরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের পাঁচলিয়ায় এ ঘটনা ঘটে বলে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি এম.এ ওয়াদুদ জানান। গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসের সামনের অংশ পুড়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি। গতকাল সকাল সাড়ে ৬টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের উত্তর সালনা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন। বাগেরহাটের রামপাল উপজেলায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভানোর আগে বাসের সবকটি আসন পুড়ে গেছে। মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলায় ফয়লা বাজার সংলগ্ন বাস স্ট্যান্ডের কাছে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন রামপাল থানার ওসি এসএম আশরাফুল আলম।

রাজধানীতে বিক্ষোভ
অবরোধের সমর্থনে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা ও থানা এলাকায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছে। বিক্ষোভ করেছে জামায়াত ও যুগপৎ আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চ, এলডিপি, গণঅধিকার পরিষদ, এবি পার্টি, সমমনা ১২ দলীয় জোট। এ সময় বিভিন্নস্থানে পুলিশ ও সরকার সমর্থকদের হামলার ঘটনা ঘটে। 

বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় সারা দেশে বিএনপি’র ৩৬৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ১৪টি মামলায় ১৫৩০ জনকে আসামি করা হয়েছে। গত ২৮শে অক্টোবরের পর থেকে বিএনপি’র ১৭৭১০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। 

উল্লেখ্য, গত ২৮শ অক্টোবর মহাসমাবেশে হামলার পর সরকারের পদত্যাগের একদফার দাবিতে বিএনপিসহ সমমনা জোটগুলো ২৯শে অক্টোবর থেকে সারা দেশে দু’দফায় ৩ দিন হরতাল ও ৮ দফায় ১৬ দিন অবরোধ কর্মসূচি পালন করেছে।  

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

শেষের পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status