বাংলারজমিন
রাজশাহী-৫
নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন আব্দুল ওয়াদুদ দারা
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২৩, বুধবার
রাজশাহী-৫ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী আব্দুল ওয়াদুদ দারাকে বরণ করে নিয়েছে পুঠিয়া-দুর্গাপুরের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা। গতকাল দুপুর সাড়ে ৩টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়া উপজেলার প্রবেশমুখ গাঁওপাড়া ঢালান বাজারে রাজশাহী-৫ আসনের প্রার্থী আব্দুল ওয়াদুদ দারা ঢাকা থেকে আসেন। এ সময় সেখানে শুভেচ্ছা জানানোর অনুষ্ঠান আয়োজন করেন নেতাকর্মীরা। গাঁওপাড়া ঢালান থেকে পুঠিয়া সদর পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার রাস্তার দু’পাশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগসহ হাজার হাজার সমর্থকরা দাঁড়িয়ে তাকে শুভেচ্ছা জানান। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে সম্পূর্ণ এলাকা। এ সময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট আব্দুস সামাদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের নেতাকে আমাদের মাঝে পাঠিয়েছেন। তাকে শুভেচ্ছা জানানোর জন্য ১৩ ইউনিয়ন ও দুই পৌরসভার নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন। নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হতে পারে সেজন্য ফুল না নিলেও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী আব্দুল ওয়াদুদ দারা সকল নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে নৌকার বিজয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন। পুঠিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খ ম জাহাঙ্গীর আলম জুয়েল বলেন, আমরা ভোটের মাঠে নেমেছি, থাকবো। বিজয় নিয়ে ঘরে ফিরবো। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।