বাংলারজমিন
কুষ্টিয়ায় বোর্ড পরীক্ষা বন্ধ রেখে নির্বাচনী বহরে যোগ দিলেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২৩, বুধবারকুষ্টিয়ার দৌলতপুরে বোর্ড পরীক্ষা বন্ধ রেখে স্থানীয় এমপি’র নির্বাচনী শোভাযাত্রা ও মোটরসাইকেল বহরে যোগ দিয়েছেন একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। জানা যায়, পিএসএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রাকিবুল ইসলাম ও সহকারী শিক্ষক মাহবুবুর রহমান ওরফে মাহবুব মাস্টারের নেতৃত্বে এ শোভাযাত্রা করা হয়। তারা ৬ষ্ঠ শ্রেণির গণিত ও ৭ম শ্রেণির বিজ্ঞান বোর্ড পরীক্ষা বন্ধ করে বিদ্যালয়ের সকল শিক্ষক ও উচ্চ শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ঢাকা থেকে আগত কুষ্টিয়া-১, দৌলতপুর আসনের এমপি ও আওয়ামী লীগের দলীয় প্রার্থী আ কা ম সরওয়ার জাহান বাদশাহ্র নির্বাচনী শোভাযাত্রায় যোগ দেন। গতকাল সকাল ১০টায় উপজেলার ফিলিপনগর ইউনিয়নে ভেড়ামারা লালন শাহ্ সেতু প্রান্তে এ ঘটনা ঘটে। এদিকে বিদ্যালয়ের পরীক্ষা বন্ধ রেখে নির্বাচনী শোভাযাত্রায় অংশ নেয়ার ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক ও সচেতন অভিভাবক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। একইভাবে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের পিএম ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আব্দুল মান্নানের নেতৃত্বে কলেজের সকল শিক্ষক কলেজ ছুটি ঘোষণা করে এমপি’র নির্বাচনী শোভাযাত্রায় অংশ নেন।
পিএম কলেজের সহকারী অধ্যাপক মো. সফিউল ইসলাম কলেজ ছুটি ঘোষণা করে কলেজের সকল শিক্ষক এমপি’র নির্বাচনী শোভাযাত্রায় অংশ নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। বোর্ড পরীক্ষা বন্ধ করে এমপি’র নির্বাচনী শোভাযাত্রায় অংশ নেয়ার বিষয়ে জানতে পিএসএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রাকিবুল ইসলামকে মুঠোফোনে পাওয়া যায়নি। এ বিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহ বলেন, স্কুল চলাকালীন বোর্ড পরীক্ষা বন্ধ রাখার কোনো সুযোগ নেই। উল্লেখ্য, বিদ্যালয় থেকে ছুটি না নিয়ে ক্ষমতার দাপটে ভারতে বিশ্বকাপ ক্রিকেট খেলা দেখতে গিয়েছিলেন পিএসএস মাধ্যমিক বিদ্যালয়ের ওই সহকারী শিক্ষক মাহবুবুর রহমান ওরফে মাহবুব মাস্টার। এ নিয়ে বিদ্যালয় ও এলাকার অভিভাবক মহলে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।