খেলা
আর্জেন্টিনাকে টাইব্রেকারে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে জার্মানি
স্পোর্টস ডেস্ক
(১০ মাস আগে) ২৮ নভেম্বর ২০২৩, মঙ্গলবার, ৫:৩৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:১৪ পূর্বাহ্ন
নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত ৩-২ ব্যবধানে এগিয়ে ছিল জার্মানি অনূর্ধ্ব-১৭ দল। তবে ইনজুরি টাইমে দৃশ্যপট পাল্টে দেন অগাস্টিন ফ্যাবিয়ান রবার্তো। আর্জেন্টাইন ফরোয়ার্ডের গোলে সহজ জয় জটিল হয়ে পড়ে জার্মানির। যদিও টাইব্রেকারে সাফল্য পায় জার্মানরা। আজ ইন্দোনেশিয়ার মানাহান স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৭ ফিফা ওয়ার্ল্ডকাপে আর্জেন্টিনা-জার্মানির সেমিফাইনাল ম্যাচের নির্ধারিত সময় ৩-৩ গোলে শেষ হয়। আর পেনাল্টি শুটআউটে আর্জেন্টিনাকে ৪-২ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছে জার্মানি।
শ্বাসরুদ্ধকর সেমিফাইনাল ম্যাচের ৯ম মিনিটেই এগিয়ে যায় জার্মানি। গোলটি করেন বরুশিয়া ডর্টমুন্ডের জার্মান ফরোয়ার্ড পারিস ব্রানার। ৩৬তম মিনিটে সমতা টানেন আর্জেন্টাইন সেন্টার ফরোয়ার্ড অগাস্টিন ফ্যাবিয়ান রবার্তো। ৪৫+৪তম মিনিটে রিভার প্লেট তারকার গোলে লিডও নেয় আর্জেন্টিনা। বিরতির পর ৫৮তম মিনিটে পারিস ব্রানারের দ্বিতীয় গোলে সমতায় ফেরে জার্মানি। ৬৯তম মিনিটে ম্যাক্স মোয়ের্সটেটের গোলে ৩-২ গোলে এগিয়ে যায় জার্মানরা।
ম্যাচের ফল যখন প্রায় নিশ্চিত তখনই ফের আর্জেন্টিনার মাসিহা হয়ে ওঠেন ফ্যাবিয়ান রবার্তো। ৯০+৭তম মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করে ম্যাচে সমতা টানেন ১৭ বছর বয়সী এই ফরোয়ার্ড। টাইব্রেকারে চারটি শট নিয়ে দুটিতে ব্যর্থ হয় আর্জেন্টিনা। প্রথম দুই শটে গোল করতে ব্যর্থ হন ফ্রাঙ্কো মাস্তানতুনো এবং ক্লদিও এচেভেরি। পাঁচটি শট নিয়ে একটি গোল পায়নি জার্মানি। মিসটি করেন ফিন জেলচ্।
আগামী ২রা ডিসেম্বর সন্ধ্যা ৬টায় ইন্দোনেশিয়ার মানাহান স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনাল খেলতে নামবে জার্মানি।