খেলা
সূর্যকুমার আমার ধারেকাছেও আসতে পারবে না: গেইল
স্পোর্টস ডেস্ক
(১ বছর আগে) ২৮ নভেম্বর ২০২৩, মঙ্গলবার, ৩:০০ অপরাহ্ন

ওয়ানডে ফরম্যাটে জুতসই না হলেও টি-টোয়েন্টিতে দুর্দান্ত সূর্যকুমার যাদব। সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা ভারতীয় ব্যাটার ছন্দ দেখাচ্ছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও। নান্দনিক ব্যাটিংয়ের জন্য দক্ষিণ আফ্রিকান গ্রেট এবি ডি ভিলিয়ার্সের সঙ্গে মিলিয়ে ‘মিস্টার ৩৬০ ডিগ্রি’ হয় সূর্যকুমারকে। এমনকি ‘নিউ ইউনিভার্স বস’ তকমাটাও জুড়ে গেছে এই ডানহাতি ব্যাটারের নামের পাশে। তবে সূর্যকুমারকে নিজের উপাধীর যোগ্য মনে করেন না উইন্ডিজ লেজেন্ড ক্রিস গেইল। তার ভাষ্য, ক্রিকেটে একজনই ইউনিভার্স বস, আর সেটি তিনি নিজে।
ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে চলমান টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে ছন্দ দেখান সূর্যকুমার যাদব। বিশাখাপট্টমে প্রথম ম্যাচে মাত্র ৪২ বলে ৮০ রানের বিধ্বংসী ইনিংস খেলে ম্যাচসেরা হন ৩৩ বছর বয়সী এই ব্যাটার। দ্বিতীয় ম্যাচে ১৯ রানে থামলেও এই সংখ্যক রান মাত্র ১০ বলে তোলেন সূর্যকুমার। ভারতীয় ব্যাটারের এমন বিধ্বংসী খেলার জন্যই ক্রিস গেইলের সঙ্গে তার তুলনা টানা হচ্ছে। বিষয়টি নিয়ে উইন্ডিজ গ্রেট ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসকে বলেন, ‘না, পৃথিবীতে অন্য কোনো গেইল নেই। আর কোনো গেইল আসবেও না। কখনোই না। ইউনিভার্স বস একজনই থাকবে, শুধুই একজন।’
নিজে আক্রমণাত্মক ব্যাটিং করতেন গেইল। সে কারণে মারকুটে ব্যাটারদেরই পছন্দ এই ক্যারিবিয়ানের। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে পাওয়ার হিটিংয়ে গেইলের পছন্দ রোহিত শর্মাকে। হিটম্যানকে নিয়ে ইউনিভার্স বস বলেন, ‘আমি তার আক্রমণাত্মক ব্যাটিং পছন্দ করি। যে ব্যাটাররা বোলারদের বিধ্বস্ত করার মানসিকতা রাখে, আমি তাদের পছন্দ করি। আর তাদের মধ্যে রোহিত অন্যতম।’