খেলা
রিয়ালের কোচ হচ্ছেন স্কালোনি?
স্পোর্টস ডেস্ক
(১০ মাস আগে) ২৮ নভেম্বর ২০২৩, মঙ্গলবার, ১:০৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১:৩৫ অপরাহ্ন
আর্জেন্টিনার কোচ হিসেবে পদত্যাগের ইঙ্গিত দিয়ে রেখেছেন লিওনেল স্কালোনি। এরপর থেকে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে তার যোগ দেওয়া নেওয়া নিয়ে গুঞ্জন ভাসা শুরু হয়। এর মধ্যেই স্পেনে গেলেন তিনি আর তাতে গুঞ্জনের পালে আরও হাওয়া লেগেছে।
আর্জেন্টাইন গণমাধ্যমের খবর অনুযায়ী, দেশটির ফুটবল ফেডারেশনের (এএফএ) প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়ার সঙ্গে নানা কারণে সম্পর্কের অবনতি হয়েছে স্কালোনির। সে কারণেই মেসিদের দায়িত্ব ছাড়ার কথা জানান তিনি। তবে একই সঙ্গে রিয়াল মাদ্রিদের মতো ক্লাবের কোচ হওয়ার সুযোগ নিয়েও কথা বলছেন।
এদিকে আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, গত রোববার সকালে স্কালোনি আর্জেন্টিনা থেকে স্পেনের ম্যালোরকায় রওনা করেছেন। জাতীয় দলের দায়িত্ব ছাড়ার গুঞ্জনের মধ্যেই তার স্পেনে যাওয়া নানা গুঞ্জন ভাসছে। আর্জেন্টিনার সর্বশেষ ম্যাচ শেষে গত কয়েকদিন পুজাতোয় পরিবারের সঙ্গে ছিলেন এই বিশ্বকাপজয়ী কোচ।
এর আগে আসন্ন কোপা আমেরিকার ড্র-তে স্কালোনির না থাকার গুঞ্জন ছিল। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছিল, স্কালোনি ও তার দল সেখানে যাবে না। তবে তারাও আরও বলেছিল যেহেতু ড্র এর আগে সময় আছে ফলে স্কালোনির মনোভাব পরিবর্তন হতে পারে। ড্র অনুষ্ঠানে আর্জেন্টিনার প্রতিনিধি হিসেবে থাকতে পারেন ফিজিক্যাল ট্রেনার লুইস মার্টিন।
গত ২২শে নভেম্বর ব্রাজিলের মারাকানায় ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ১-০ গোলে জয় পায় আর্জেন্টিনা। ম্যাচ শেষে রীতিমতো সবাইকে স্তব্ধ করে পদত্যাগের ইঙ্গিত দেন স্কালোনি। তিনি বলেন, ‘আমি কী করতে যাচ্ছি তা নিয়ে আমাকে ভাবতে হবে। এই দল আপনাকে পুরোদমে চায়, আপনার সর্বোচ্চ শক্তি থাকতে হবে। জাতীয় দলের এমন একজন কোচ দরকার যার সমস্ত শক্তি আছে। এটা বিদায় নয়, তবে দলের প্রত্যাশার মাত্রা বেশ উঁচু।