খেলা
ব্যাটে ফিলিস্তিনের পতাকা জরিমানা গুনছেন পাকিস্তানের ক্রিকেটার
স্পোর্টস ডেস্ক
(১ বছর আগে) ২৮ নভেম্বর ২০২৩, মঙ্গলবার, ১০:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:৩১ পূর্বাহ্ন

ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে পুরো বিশ্ব। ক্রীড়া তারকারাও নিজ নিজ জায়গা থেকে ফিলিস্তিনের সমর্থনে এগিয়ে আসছেন। কয়েকদিন আগে হওয়া ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে করা সেঞ্চুরি 'গাজার ভাইবোন’দের উৎসর্গ করেন পাকিস্তানের ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। তখন তার পক্ষে-বিপক্ষে কথা উঠলেও তাকে কোনো বিপাকে পড়তে হয়নি। তবে এবার তারই স্বদেশী ক্রিকেটার আজম খান একই কারণে শাস্তি পেলেন।
পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে ফিলিস্তিনকে সমর্থন দেওয়ার জন্য জরিমানা গুনতে হয়েছে আজমকে। তবে রিজওয়ানের মতো মাঠের বাইরে নয় বরং ফিলিস্তিন–ইসরায়েল ইস্যু সরাসরি মাঠেই নিয়ে আসেন সমর্থন দেন কিংবদন্তি পাকিস্তানি সাবেক ক্রিকেটার মঈন খানের এই ছেলে।
ঘটনাটি পাকিস্তানের ঘরোয়া টুর্নামেন্ট ন্যাশনাল টি–টোয়েন্টি কাপে করাচি হোয়াইটস বনাম লাহোর ব্লুজের ম্যাচের। গত রোববার করাচির ন্যাশনাল স্টেডিয়ামে ব্যাটে ফিলিস্তিনি পতাকার স্টিকার লাগিয়ে মাঠে নামেন আজম।
এই ঘটনার পর আইসিসির আইনশৃঙ্খলা–বহির্ভূত হওয়ায় তাকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। শুধু তাই নয় পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ তাকে সতর্ক করা হয়েছে, সামনের ম্যাচে স্টিকার লাগিয়ে খেলতে নামলে নিষিদ্ধ হতে পারেন।
আইসিসির নিয়ম অনুযায়ী জামাকাপড় এবং অন্য সরঞ্জামে রাজনৈতিক, ধর্মীয় এবং বর্ণবাদী প্রচারণার ব্যাপারে খেলোয়াড়দের নিষেধাজ্ঞা দেওয়া আছে। এ কারণেই মূলত তাকে কড়া শাস্তি দিতে হয়েছে পিসিবিকে।
অবশ্য এদিন মাঠের নামার আগেই আম্পায়াররা আজমকে সতর্ক করেন। এক পর্যায়ে তাকে নিষেধও করা হয়। কিন্তু আম্পায়ারের নির্দেশ না মেনে পতাকা লাগিয়েই খেলা চালিয়ে যান আজম। ফলে শেষ পর্যন্ত শাস্তির মুখে পড়তে হলো তাকে। এদিকে পাকিস্তানের একটি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী আজম খানের প্রত্যেকটি ব্যাটেই ফিলিস্তিনের পতাকা লাগানো আছে। আর সেটা তিনি আম্পায়ারদের বলেছিলেন।