বাংলারজমিন
আবারো পঞ্চগড়-ঢাকা মহাসড়ক অবরোধ
পঞ্চগড়-১ আসনে মুক্তার দলীয় মনোনয়ন বাতিলের দাবি
পঞ্চগড় প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২৩, মঙ্গলবার
মনোনয়ন বঞ্চিত পঞ্চগড় জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। সোমবার বিকালে মনোনয়নপ্রত্যাশী ৩ জন নেতা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তাদের অবস্থান ব্যাখ্যা করেছেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট বলেন, পঞ্চগড়-১ আসনে যাকে মনোনয়ন দেয়া হয়েছে সে একজন হাইব্রিড নেতা। নাঈমুজ্জামান ভূঁইয়া (মুক্তা) মাঠ পর্যায়ে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে কোনোদিনই সম্পৃক্ত ছিল না। মাঠ জরিপে তার কোনো অবস্থান নেই। নেতাকর্মী ও ভোটাররা তাকে চিনে না। ভোট দিবে কীভাবে। তাকে কেউ মেনে নিবে না। এজন্য সকল পর্যায়ের নেতাকর্মীর দাবি মুক্তার মনোনয়ন বাতিল করে সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত কাউকে মনোনয়ন দেয়া হোক। তিনি মুক্তার দেয়া তথ্য যাচাই-বাছাইয়ের দাবি জানান। বর্তমান সংসদ সদস্য মজহারুল হক প্রধান বলেন, আমি ১৯৬৮ সাল থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। দীর্ঘ রাজনীতিতে ৪২ বছর পর দলের মনোনয়ন পেয়েছি। বর্তমানে রাজনীতি কোথায় গেল। মুক্তা ১০ শতাংশও ভোট টানতে পারবে না। যারা বেশি ভোট টানতে পারবে তাদের মনোনয়ন দেয়া হোক। এ সময় আটোয়ারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি তৌহিদুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এদিকে পঞ্চগড়-১ আসনে নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাকে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণার পর গত রোববার বিকাল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত প্রায় পাঁচ ঘণ্টা মহাসড়ক অবরোধের পর একই দাবিতে সোমবার সন্ধ্যা থেকে জেলা শহরের প্রবেশ পথ করতোয়া সেতুমূখে অবস্থান নিয়ে পঞ্চগড়-ঢাকা মহাসড়ক অবরোধ করে দলীয় নেতাকর্মীরা। এ সময় তারা ভুয়া ভুয়া মুক্তা ভুয়া, মুক্তার মনোনয়ন আওয়ামী লীগ মানে না মানে না বলে স্ল্লোগান দেয়। অবরোধের কারণে করতোয়া সেতুর দু’পাড়ে প্রচুর যানবাহন আটকা পড়ে।