বাংলারজমিন
কটিয়াদী বিএনপিকে জেলার সতর্কবার্তা
স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে
২৮ নভেম্বর ২০২৩, মঙ্গলবারবিএনপি’র নির্বাচন বর্জনের সিদ্ধান্তের বাইরে গিয়ে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে ৭ই জানুয়ারির নির্বাচনে কোনো প্রার্থীর পক্ষে সম্পৃক্ত না হওয়ার জন্য বিজ্ঞপ্তি দিয়েছে জেলা বিএনপি। গতকাল কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক শহীদুল্লাহ্ কায়সার শহীদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়।
দলীয় সূত্র জানিয়েছে, কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে বিএনপি’র বহিষ্কৃত ও আলোচিত সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ ছাড়া নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে তিনি গত ২৪শে নভেম্বর মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন নিজ এলাকা কটিয়াদী উপজেলার গচিহাটা কলেজ মাঠে একটি মতবিনিময় সভা করেন। এ পরিস্থিতিতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের নিজ উপজেলা কটিয়াদীর বিএনপি কিংবা অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যেন তার নির্বাচনী কার্যক্রমে সম্পৃক্ত না হন, সে ব্যাপারে দলীয় নেতাকর্মীদের সতর্ক করতেই এ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। গণমাধ্যমে পাঠানো কিশোরগঞ্জ জেলা বিএনপি’র বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৭ই জানুয়ারি গণবিরোধী দ্বাদশ জাতীয় নির্বাচন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বর্জন করেছে ও বর্তমান ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের একদফা দাবিতে বিএনপি’র আন্দোলন চলমান আছে। এমতাবস্থায় নির্বাচনে বা নির্বাচনের কোনো প্রার্থীর সঙ্গে সম্পৃক্ত না হওয়ার জন্য কটিয়াদী উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের কিশোরগঞ্জ জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবাল ও সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম সবাইকে উদাত্ত আহ্বান করেছেন এবং যদি কারও বিরুদ্ধে নির্বাচনের কোনো কার্যকলাপে সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়া যায় তবে তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ বিরোধী কার্যকলাপের অভিযোগে সাংগঠনিক অবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি চলমান সরকার বিরোধী আন্দোলনকে আরও বেগবান করার জন্য দলীয় কর্মকাণ্ডে নিজের সর্বোচ্চ মেধা, শ্রম দিয়ে দলীয় কর্মসূচি পালন করতে মাঠে থাকার জন্য কিশোরগঞ্জ জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবাল ও সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম কটিয়াদী উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে বিশেষভাবে অনুরোধ করেছেন।