ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

রোনালদো রুনিদের সঙ্গে গারনাচোর তুলনা করতে চান না ম্যানইউ কোচ

স্পোর্টস ডেস্ক
২৮ নভেম্বর ২০২৩, মঙ্গলবার
mzamin

দিয়েগো দালোতের লম্বা ক্রস পেয়ে শূন্যে ভেসে অবিশ্বাস্য বাইসাইকেল শট নিলেন আলেহান্দ্রো গারনাচো। গোলরক্ষক কিছু বুঝে ওঠার আগেই বল জড়ায় জালে। চোখ ধাঁধানো গোলের পর কর্নার প্রান্তে গিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর আইকনিক ‘সুউউ’ সেলিব্রেশন করলেন গারনাচো। আর্জেন্টাইন ‘ওয়ান্ডার বয়’-এর বাইসাইকেল গোল কিংবা উদ্‌যাপনের সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদোর সাদৃশ্য টানছেন সবাই। কেউ কেউ আরেক ম্যানইউ গ্রেট ওয়েন রুনির ছায়া খুঁজছেন গারনাচোর মধ্যে। তবে দুই সুপারস্টারের সঙ্গে গারনাচোর তুলনা করতে নারাজ ম্যানইউ কোচ এরিক টেন হাগ। রোববার গুডিসন পার্কে প্রিমিয়ার লীগের ম্যাচে স্বাগতিক এভারটনকে ৩-০ গোলে হারানোর ম্যাচে রেড ডেভিল ম্যানেজার বলেন, তিন জনেরই নিজস্ব পরিচয় রয়েছে।
ম্যাচের তৃতীয় মিনিটেই চোখ ধাঁধানো গোলটি করেন আলেহান্দ্রো গারনাচো। ৫৬তম মিনিটে সফল স্পটকিকে ব্যবধান বাড়ান ম্যানইউর ইংলিশ ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ড। আর ৭৫তম মিনিটে ৩-০ গোলের জয় নিশ্চিত করেন ফরাসি ফরোয়ার্ড অ্যান্থনি মার্শাল। 

ম্যাচ শেষে রোনালদো-রুনিদের সঙ্গে গারনাচোর তুলনা নিয়ে ম্যানইউ কোচ এরিক টেন হাগ বলেন, ‘তুলনা করবেন না। এটা ঠিক নয়। এদের প্রত্যেকের নিজস্ব পরিচয় আছে। গারনাচোকে বাকি দুজনের কাছে পৌঁছাতে এখনো অনেক পথ পাড়ি দিতে হবে। অনেক পরিশ্রম করতে হবে।’

প্রিমিয়ার লীগের চলতি মৌসুমে ১১ ম্যাচ খেলে প্রথম গোলের দেখা পেলেন আলেহান্দ্রো গারনাচো। আর্জেন্টাইন উইঙ্গারকে ধারাবাহিক ছন্দ ধরে রেখে রোনালদো-রুনিদের মতো হওয়ার পরামর্শ দিলেন টেন হাগ। ম্যানইউ কোচ বলেন, ‘এ ধরনের পারফরম্যান্স নিয়মিতভাবে করতে হবে, যেটা এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না। তবে দুর্দান্ত কিছু করার ভালো সম্ভাবনাই আছে গারনাচোর। আমরা এমনটা প্রথম দেখছি না। ওর কাছ থেকে চমক এরইমধ্যে কয়েকবার দেখেছি। তবে রুনি বা রোনালদোর মতো হলে প্রিমিয়ার লীগের প্রতি মৌসুমে ২০-২৫টি করে গোল করতে হবে। এটা করা সহজ নয়। তবে তার সম্ভাবনা আছে।’

গারনাচোর গোলকে মৌসুমের সেরা গোল উল্লেখ করে টেন হাগ বলেন, ‘দুর্দান্ত একটা গোল হয়েছে। মৌসুমে যেহেতু অনেকগুলো ম্যাচ বাকি, এমন গোল আরো দেখা যেতে পারে। তবে এখন পর্যন্ত এটিই সম্ভবত মৌসুমের সেরা গোল। গোল তৈরি থেকে হওয়া পর্যন্ত পুরোটাই চমৎকার ছিল। তবে ফিনিশিংটা হয়েছে অবিশ্বাস্য।’

১৩ ম্যাচে ৮ জয় ও ৫ হারে ২৪ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লীগ টেবিলের ষষ্ঠ স্থানে ম্যানচেস্টার ইউনাইটেড। ৪ পয়েন্ট নিয়ে ১৯তম এভারটন। শীর্ষে থাকা আর্সেনালের পয়েন্ট ৩০। আর ২৯ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি।
 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status