বাংলারজমিন
দাকোপে রাসমেলা পূজার সমাপ্তি
দাকোপ প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২৩, মঙ্গলবারসুন্দরবনের দুবলার চরে ঐতিহ্যবাহী রাসমেলা পূজা শেষ হয়েছে গতকাল। হাজার হাজার ট্রলার, লঞ্চ, নৌকা নিয়ে ভক্তরা সাগরে রাস উৎসবে যায়। শত বছরের ঐতিহ্যবাহী এই পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিগত বছরের মতো এবারো বনবিভাগসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়েছেন নানা পদক্ষেপ। অসাধু দর্শনার্থীরা যাতে বনে প্রবেশ করে হরিণ শিকার করতে না পারে সে ব্যাপারেও নেয়া হবে কঠোর পদক্ষেপ।
জানা গেছে, পাপ মোচনের লক্ষ্যে প্রায় শত বছর ধরে সুন্দরবনের দুবলার চরের আলোর কোলে রাস পূজা হয়ে আসছে। প্রতি বছর কার্তিক বা অগ্রহায়ণ মাসের পূর্ণিমা তিথিতে জোয়ারের লোনা পানিতে স্নানে পাপ মোচন হয়ে মনের বাসনা পূর্ণ হবে এমন আশা নিয়ে হিন্দু সম্প্রদায়ের লোকেরা এ মেলায় যোগ দেয়। এ ছাড়া কেউ আসে সন্তান কামনায়, কেউ আসেন রোগ মুক্তির কামনায়। পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন ও দর্শনার্থীদের নিরাপত্তার জন্য বনবিভাগ পূর্বের ৫টি রুট বহাল রেখেছেন। এ বিষয়ে ঢাংমারী স্টেশন কর্মকর্তা (এসও) মো. মহসিন আলী জানান, দর্শনার্থীদের নিরাপত্তার জন্য ২৫শে নভেম্বর থেকে পশুর নদীসহ নির্ধারিত রুটগুলোতে কঠোর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি র্যাব, কোস্টগার্ড, পুলিশ, বনকর্মীরা ও নৌবাহিনীর সার্বক্ষণিক টহল শুরু করে। এব্যাপারে সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) রানাদেব বলেন, প্রতি বছরের মতো এবারো তীর্থ যাত্রীদের নিরাপত্তার জন্য আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকটি টিমের টহল জোরদার করা হয়েছে এবং সুন্দর পরিবেশে রাস উৎসব অনুষ্ঠিত হয়েছে।