ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

সরিষাবাড়ীতে ২ কৃষককে পিটিয়ে জখম ক্ষেতেই নষ্ট হচ্ছে পাকা ধান

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২৩, মঙ্গলবার

জামালপুরের সরিষাবাড়ীতে প্রভাবশালী ভূমিদস্যুদের ভয়ে ক্ষেতেই নষ্ট হওয়ার উপক্রম ৫২ শতাংশ জমির পাকা ধান। কাটতে গিয়ে প্রতিপক্ষের হামলায় গুরুতর জখম হয়েছেন নিরীহ দুই কৃষক। গতকাল সকালে উপজেলার মহাদান ইউনিয়নের করগ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় শফিকুল ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানা যায়, করগ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে আতাউর রহমান লাভলুর নামীয় ৫২ শতাংশ জমি একই গ্রামের নাজিম উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম চুক্তিভিত্তিক (বন্ধক) নিয়ে ধান চাষ করেন। আতাউরের ভাই আব্দুল্লা হেল কাফী ও আব্দুল্লাহেল বাকী ওই জমি জোরপূর্বক দখলের হুমকি দিয়ে আসছেন। এতে জমির ধান পেকে গেলেও ভয়ে কাটতে না পারায় নষ্ট হওয়ার উপক্রম হচ্ছিল। গতকাল সকালে কৃষক শফিকুল ইসলাম ধান কাটতে যান। এ সময় কাফী ও বাকী দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ লোকজন নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর জখম হলে পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ বিষয়ে জমির মালিক আতাউর রহমান অভিযোগ করে বলেন, কাফী ও বাকী জোরপূর্বক জমি দখলের চেষ্টা করছে। তারা আমাকেও মারধর করেছে। শফিকুল ইসলাম বলেন, প্রভাবশালীদের ভয়ে ধান কেটে রাখলেও ঘরে তুলতে পারছেন না। এতে পাকা ধান ক্ষেতেই নষ্ট হচ্ছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্ত কাফী বলেন, এ জমি আমাদের। নিষেধ অমান্য করে ধান রোপণ করেছিল, তাই কাটতে বাধা দেয়া হয়েছে। সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status