বাংলারজমিন
চট্টগ্রামে বিএনপি-জামায়াতের মিছিল ও সড়ক অবরোধ, গ্রেপ্তার ৪
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে
২৮ নভেম্বর ২০২৩, মঙ্গলবার
সরকার পতনের একদফা দাবি ও ঘোষিত নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে বিএনপি’র চট্টগ্রাম নগরী ও জেলার বিভিন্ন স্থানে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা। একদিনে বিভিন্ন স্থান থেকে বিএনপি’র চারজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল দুপুরে অবরোধের সমর্থনে মহানগর বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য গাজী মো. সিরাজ উল্লাহ্র নেতৃত্বে প্রবর্তক মোড় ও চট্টগ্রাম মেডিকেল এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিকালে বায়েজিদ থানা বিএনপি’র সভাপতি আবদুল্লাহ আল হারুন ও জালালাবাদ ওয়ার্ড বিএনপি’র সভাপতি মো. বেলালের নেতৃত্বে বটতলী বাজার এলাকায় ২নং জালালাবাদ ওয়ার্ড বিএনপি বিক্ষোভ মিছিল বের করে। সকালে মহানগর বিএনপি নেতা ইকবাল হোসেন ও ডবলমুরিং থানা যুবদলের আহ্বায়ক বজল আহমেদের নেতৃত্বে হালিশহর সড়কে ডবলমুরিং থানা বিএন?পি, যুবদল ও স্বেচ্ছা?সেবক দ?লের বিক্ষোভ মি?ছিল ও সড়ক অবরোধ করে। মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম ও সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিনের নেতৃত্বে জিইসি নাসিরাবাদ এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে পা হারানো মহানগর ছাত্রদলের সাবেক সহ-সম্পাদক সাইফুল ইসলাম সাইফের নেতৃত্বে বায়েজিদ এলাকায় সড়ক অবরোধ করে মিছিল করেন তার অনুসারীরা। এছাড়া পাহাড়তলী পুলিশ বিট, বার কোয়ার্টার, প্রবর্তক মোড়, কদমতলী মোড়সহ শহরের বেশ কয়েকটি স্থানে ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন স্থানেও সড়ক অবরোধ ও ঝটিকা মিছিল হয়েছে।
নগর বিএনপি’র দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা ইদ্রিস আলী মানবজমিনকে বলেন, রোববার রাতে পাহাড়তলী থানা বিএনপি নেতা মনির আহম্মেদ, উত্তর পাহাড়তলী ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, আইন কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়াজ উদ্দীন, উত্তর জেলা ছাত্রদলের আপ্যায়ন সম্পাদক সৈয়দ মিরাজুল ইসলামকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ রাতে বাসায় বাসায় গিয়ে রুটিন ধরপাকড় চালাচ্ছে। এদিকে অবরোধের সমর্থনে নগরের পাঁচলাইশ, সদরঘাটসহ বিভিন্ন স্থানে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে জামায়াত-শিবির। তবে এ সময় তাদের কাউকে আটকের খবর পাওয়া যায়নি।