বাংলারজমিন
দৌলতপুরে ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তদের হামলা, ১ লাখ ৭৫ হাজার টাকা লুট
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২৩, মঙ্গলবার
কুষ্টিয়ার দৌলতপুরে পূর্ব শত্রুতার জেরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে নগদ ১ লাখ ৭৫ হাজার টাকা লুট করেছে দুর্বৃত্তরা। এ সময় ব্যবসা প্রাতিষ্ঠান ভাঙচুর করারও অভিযোগ উঠেছে। গত রোববার রাত ৮টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের ডাংমড়কা সেন্টার মোড় এলাকার কৃষি কল্যাণ ট্রেডার্স নামে ওই ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটের ঘটনা ঘটে। এ বিষয়ে কৃষি কল্যাণ ট্রেডার্স এর স্বত্বাধিকারী মো. গোলাম আযম বলেন, পূর্ব শত্রুতার জের ধরে উপজেলার ডাংমড়কা গ্রামের রঞ্জিত শেখের ছেলে আকবর আলি, সাগবর আলী, আকবর আলীর ছেলে শাহীন রেজা, শাকিল হোসেন, দাড়েরপাড়া গ্রামের লিয়াকত আলীর ছেলে আকবর ও আশিকের নেতৃত্বে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে কৃষি কল্যাণ ট্রেডার্স ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালায়। এ সময় তারা ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করে ক্যাশ বাক্স থেকে নগদ ১ লাখ ৭৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় দৌলতপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এ বিষয়ে দৌলতপুর থানার ওসি (তদন্ত) রাকিবুল হাসান বলেন, এ ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।