ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

যশোরে ক্ষতিগ্রস্ত কৃষকের ক্ষতিপূরণের দাবিতে স্মারকলিপি

স্টাফ রিপোর্টার, যশোর থেকে
২৮ নভেম্বর ২০২৩, মঙ্গলবার
mzamin

ধানে কারেন্ট পোকার আক্রমণে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের দাবিতে যশোরে স্মারকলিপি দেয়া হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টায় জাতীয় কৃষক খেতমজুর সমিতি যশোর জেলা শাখার উদ্যোগে কৃষি সমপ্রসারণ উপ-পরিচালকের কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়। জাতীয় কৃষক খেতমজুর সমিতি যশোর জেলা শাখার সাধরণ সম্পাদক জিল্লুর রহমান ভিটুর নেতৃত্বে অর্ধশতাধিক কৃষক এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। স্মারকলিপি প্রদানের আগে বক্তারা বলেন, চলতি আমন মৌসুমে যশোর জেলার ধানক্ষেতসমূহে কারেন্ট পোকার আক্রমণে ব্যাপক হারে ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। মনিরামপুর উপজেলায় ধানের প্রায় ৪০ শতাংশ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। এ মৌসুমে স্বল্প বৃষ্টির কারণে ধান উৎপাদনে খরচ তুলনামূলকভাবে অনেক বেশি। কোনো কোনো ক্ষেত্রে এই খরচ ৫২ শতাংশের বিঘা প্রতি প্রায় ৩০ হাজারের কাছাকাছি পড়েছে। এদিকে ফিল্ড সুপারভাইজারদের গাফিলতির কারণে কৃষক এই কারেন্ট পোকাকে মারার জন্য কীটনাশক ব্যবহার করলেও আক্রমণ ঠেকাতে ব্যর্থ হয়েছে। পোকার আক্রমণ থেকে ফসল রক্ষা করতে না পেরে অনেক কৃষক কাঁচা অবস্থায় ধান কাটতে বাধ্য হয়েছেন। যার কারণে তা সংরক্ষণ করাও সম্ভব হচ্ছে না এবং তাৎক্ষণিকভাবে স্বল্পমূল্যে বিক্রয় করতে বাধ্য হচ্ছে। এ কারণে কৃষক বিঘা প্রতি ৫ থেকে ৯ হাজার টাকা পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ক্ষতির হাত থেকে কৃষককে বাঁচাতে আর্থিক ক্ষতিপূরণ দেয়ার বিকল্প নাই। তা না হলে আগামীতে কৃষক ধান উৎপাদনে নিরুৎসাহিত হবে এবং দেশ খাদ্য সংকটে পড়বে। এ সময় স্মারকলিপি গ্রহণ করেন যশোর কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা সুশান্ত কুমার তরফদার। তিনি বলেন, আমরা স্মারকলিপি গ্রহণ করলাম। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status