বাংলারজমিন
মনোনয়নবঞ্চিত এমপি নূর মোহাম্মদ
কিশোরগঞ্জের তিন আসনে আবারো তিন প্রেসিডেন্টের সন্তান
স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে
২৭ নভেম্বর ২০২৩, সোমবার
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করার পর সব জল্পনা-কল্পনার অবসান হয়েছে। এবার কিশোরগঞ্জ জেলার ৬টি আসনেই দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। জেলার ৬টি আসনের মধ্যে একটি আসনে প্রার্থী রদবদল হয়েছে। এটি হচ্ছে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসন। এ আসনে আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত হয়েছেন বর্তমান এমপি সাবেক আইজিপি, প্রেসিডেন্ট ও সচিব নূর মোহাম্মদ। মনোনয়ন পেয়েছেন বঙ্গবন্ধু হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা সাবেক অতিরিক্ত ডিআইজি বীর মুক্তিযোদ্ধা আবদুল কাহার আকন্দ। এ ছাড়া মহাজোটের কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে আওয়ামী লীগ এবার নিজেদের প্রার্থী দিয়েছে।
এ আসনে মনোনয়ন পেয়েছেন করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মো. নাসিরুল ইসলাম খান আওলাদ। এ ছাড়া বাকি চারটি আসনের মধ্যে তিনটি আসনে সাবেক তিন প্রেসিডেন্টের সন্তান তিনজন বর্তমান এমপি আবারো দলীয় মনোনয়ন পেয়েছেন। তারা হলেন, কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনে বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট শহীদ সৈয়দ নজরুল ইসলামের কন্যা এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মন্ত্রী প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের ছোট বোন সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি, কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে সদ্য সাবেক প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের বড় ছেলে টানা তিনবারের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক এবং কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে প্রয়াত প্রেসিডেন্ট মো. জিল্লুর রহমানের ছেলে টানা তিনবারের এমপি বিসিবি সভাপতি আলহাজ নাজমুল হাসান পাপন।
এই তিনজনের মধ্যে নাজমুল হাসান পাপনের কিশোরগঞ্জ-৬ ও রেজওয়ান আহাম্মদ তৌফিকের কিশোরগঞ্জ-৪ আসনে উল্লেখযোগ্য তেমন কোনো মনোনয়নপ্রত্যাশী ছিল না। তবে ডা. সৈয়দা জাকিয়া নূর লিপির কিশোরগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের আরও ১০ জন মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তাদের মধ্যে ছিলেন- শহীদ সৈয়দ নজরুল ইসলামের ছেলে ও এমপি লিপির ভাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল (অব.) সৈয়দ সাফায়েতুল ইসলাম, তার চাচাতো ভাই জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী কৃষিবিদ মসিউর রহমান হুমায়ুন, সদ্য সাবেক প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের মেজো ছেলে রাসেল আহমেদ তুহিন এবং প্রয়াত সংসদ সদস্য মো. আশরাফুদ্দীন আহমদের ছেলে বেসরকারি শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডের সদস্য সচিব অধ্যক্ষ শরীফ আহমদ সাদী।
এ ছাড়া কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে টানা তিনবারের সংসদ সদস্য আলহাজ মো. আফজাল হোসেন আবারো দলীয় মনোনয়ন পেয়েছেন। প্রসঙ্গত, কিশোরগঞ্জ জেলার ৬টি আসনে নৌকার মাঝি হতে মোট ৬৮ জন আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন। এর মধ্যে বিগত তিনটি নির্বাচনে মহাজোট প্রার্থী জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো. মুজিবুল হক চুন্নুর কিশোরগঞ্জ-৩ আসনের জন্য সর্বোচ্চ ২২ জন আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন।