বাংলারজমিন
ব্রাহ্মণবাড়িয়ার একটিতে পরিবর্তন বাকি আসনে পুরনো মুখ
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া থেকে
২৭ নভেম্বর ২০২৩, সোমবার
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনের মধ্যে একটি আসনে আওয়ামী লীগের মনোনয়ন পরিবর্তন হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া-৫(নবীনগর) আসনে বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুলের পরিবর্তে সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমান বাদলকে মনোনয়ন দেয়া হয়েছে। এই আসনে দলের মনোনয়ন পেতে ফরম নিয়েছিলেন ১২ জন। অন্যান্য আসনে বর্তমান সংসদ সদস্যরাই আবার মনোনয়ন পেয়েছেন। তারা হচ্ছেন- ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর)আসনে বিএম ফরহাদ হোসেন সংগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) আসনে সদ্য উপনির্বাচনে জয়ী অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনে র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-৪(কসবা-আখাউড়া) আসনে আনিসুল হক, ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে ক্যাপ্টেন অব. এবি তাজুল ইসলাম। এদিকে গতকাল বিকালে মনোনয়ন ঘোষণার পর বিভিন্ন আসনে আনন্দ মিছিল, মিষ্টি খাওয়া হয়। অবসান হয় সকল জল্পনা-কল্পনার।
ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনে দলের মনোনয়ন পেতে ফরম নিয়েছিলেন ৬০ জন। গত ১৮ থেকে ২১শে নভেম্বর পর্যন্ত আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের ইউনিয়ন, উপজেলা, জেলা এবং কেন্দ্রে পদ-পদবী থাকা নেতারা মনোনয়নের আশায় ফরম কেনেন। সবচেয়ে বেশি মনোনয়ন প্রার্থী ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১(নাসিরনগর) ও ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) আসনে। এই দুটি আসনে সর্বোচ্চ ১৩ জন করে দলের মনোনয়ন ফরম কেনেন। অন্যান্য আসনের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে ৩ জন, ৪ আসনে ৭জন, ৫ এবং ৬ আসনে ১২ জন মনোনয়ন কেনেন।