খেলা
টেস্ট দলে ফিরে রোমাঞ্চিত বিজয়
স্পোর্টস রিপোর্টার
২১ জুন ২০২২, মঙ্গলবার
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন ইয়াসির আলী রাব্বি। তার জায়গায় ৮ বছর পর টেস্ট দলে সুযোগ পেয়েছেন এনামুল হক বিজয়। রোববার অ্যান্টিগাতে ডানহাতি এই ব্যাটার যোগ দিয়েছেন দলের সঙ্গে। আগামী ২৪শে জুন সেন্ট লুসিয়াতে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। এখন টেস্ট দলে ফেরার মঞ্চটা রাঙাতে চান বিজয়।
ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করেই চলমান সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে জায়গা করে নিয়েছেন। তাই সংক্ষিপ্ত ফরম্যাটের দলের সঙ্গে তার ২৩শে জুন ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার কথা ছিল। কিন্তু রাব্বির চোটের কারণে তাকে আগে-ভাগেই সেখানে নিয়ে গেছে বিসিবি। এখন সুযোগের অপেক্ষায় দিন গুনছেন এই টপ অর্ডার ব্যাটার। প্রথম টেস্টে টপ অর্ডার যেভাবে ব্যর্থ হয়েছে। তাতে করে দ্বিতীয় টেস্টে সুযোগ পেয়েও যেতে পারেন।