ঢাকা, ৯ জুলাই ২০২৫, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ মহরম ১৪৪৭ হিঃ

দেশ বিদেশ

নৌ-দুর্ঘটনা এড়াতে অতিরিক্ত সতর্কতা নেয়া হয়েছে: নৌ-প্রতিমন্ত্রী

সংসদ রিপোর্টার
২১ জুন ২০২২, মঙ্গলবার

অগ্নি-দুর্ঘটনাসহ নৌ-দুর্ঘটনা এড়াতে বিভিন্ন পদক্ষেপসহ অতিরিক্ত সতর্কতা নিয়েছে বলে জানিয়েছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। গতকাল জাতীয় সংসদে মন্ত্রীদের জন্য প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত আসনে আওয়ামী লীগের সদস্য ওয়াসিকা আয়শা খানের এক প্রশ্নে লিখিত উত্তরে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী এ কথা জানান। সোমবারের প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন। খালিদ মাহমুদ চৌধুরী বলেন, সম্প্রতি অগ্নি দুর্ঘটনাসহ কয়েকটি দুর্ঘটনার প্রেক্ষিতে লঞ্চ যাত্রীদের ঝুঁকি এড়াতে অতিরিক্ত সতর্কতা হিসেবে বর্তমানে নৌযানের বাৎসরিক সার্ভে করার সময় ফায়ার ড্রিল এবং জরুরি মাস্টার লিস্ট (যেকোনো দুর্ঘটনার সময় ক্রুদের করণীয়) নিশ্চিত করা হচ্ছে। এ ছাড়াও সচেতনতামূলক ভিডিও প্রদর্শনের মাধ্যমে যাত্রী সাধারণসহ সংশ্লিষ্ট সকলকে প্রতিনিয়ত সচেতন করা হচ্ছে। নৌআইন অমান্যকারী মালিক ও মাস্টারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অভ্যন্তরীণ নৌ আইন যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে একটি দক্ষ ও কার্যকরী নৌ-নিরাপত্তা প্রশাসন প্রতিষ্ঠা করার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। বিধি মোতাবেক নৌযান নির্মাণ, রক্ষণাবেক্ষণ, নৌযানের ডেটাবেস তৈরি করা, নতুন নৌযান নির্মাণ শুরুর প্রথম অবস্থা থেকে শেষ অবস্থা পর্যন্ত সুপারভিশন করাসহ যাত্রীবাহী নৌযান পরিচালনাকারী মাস্টার, ড্রাইভাররা যাতে দক্ষতার সঙ্গে নৌযান পরিচালনা করতে পারে সেজন্য তাদেরকে উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা এবং নৌযান মালিক, শ্রমিক ও জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে বিশ^মানের নিরাপদ নৌব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে। নৌ-পরিবহন প্রতিমন্ত্রী বলেন, অনুমোদিত নকশা অনুযায়ী নৌযান নির্মাণ করার পর কোনো মালিক, ডকইয়ার্ড পূর্ব অনুমতি ব্যতীত নৌযানের ইঞ্জিন পরিবর্তন, নৌযানের আকার পরিবর্তন, পরিবর্ধন করতে না পারে সেজন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নজরদারি বৃদ্ধি করার জন্য নির্দেশনা জারি করা হয়েছে। নৌপথে চলাচলরত নৌযানসমূহের ফিটনেসসহ জীবন রক্ষাকারী ও নিরাপত্তা সংশ্লিষ্ট সকল সরঞ্জাম নিশ্চিত হয়ে সার্ভে সনদ প্রাপ্তি সাপেক্ষে নৌপথে বিআইডব্লিউটিএ কর্তৃক নৌযানের বিপরীতে সময়সূচি ও চলাচলের অনুমতি প্রদান করা হয়। তথাপিও নৌযানে অগ্নি-দুর্ঘটনাসহ নৌপথে দুর্ঘটনা এড়ানোর লক্ষ্যে বিআইডব্লিউটিএ কর্তৃক নিয়মিত তদারকি, দক্ষ নৌযান কর্মী গঠনে প্রশিক্ষণ প্রদান, নৌপথে বৃহৎ লঞ্চ, স্টিমার সংযোজন, সার্বক্ষণিক আবহাওয়া মেনে নৌ চলাচলের অনুমতি, প্রিন্ট, ইলেক্ট্রনিক মিডিয়ায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারণাসহ নৌপথে নৌযান সহায়ক যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে। নৌসমূহে যাত্রীদের ঝুঁকি এড়াতে অগ্নি- দুর্ঘটনাসহ নানা ধরনের দুর্ঘটনা রোধে প্রতিটি নৌযানে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে প্রয়োজনীয় সংখ্যক জীবন রক্ষাকারী সরঞ্জাম সরবরাহ করা হয়েছে। প্রতিটি নৌযানে অগ্নি-নির্বাপণের জন্য প্রয়োজনীয় সংখ্যক অগ্নি-নির্বাপক যন্ত্রপাতি সরবরাহ করা হয়েছে। নিয়মিতভাবে নৌযানসমূহের নিরাপত্তা পরিদর্শন করা হয়।

 

 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status