অনলাইন
নির্বাচন পর্যবেক্ষণে ১২ দেশের ৪৪ জনের আবেদন, ১১ জনই উগান্ডার
স্টাফ রিপোর্টার
(১ সপ্তাহ আগে) ২১ নভেম্বর ২০২৩, মঙ্গলবার, ৬:০৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৬ পূর্বাহ্ন

বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ১২টি দেশ থেকে ৪৪ জন পর্যবেক্ষক আসবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। যার মধ্যে উগান্ডা থেকেই আসছে ১১ জন পর্যবেক্ষক। মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়।
এখন পর্যন্ত যেসব দেশ থেকে বাংলাদেশের ভোট পর্যবেক্ষণের আবেদন এসেছে- অস্ট্রেলিয়া থেকে ১ জন, ইতালিয়ান ১ জন, আইরিশ ১ জন, স্লোভাক ১ জন, বৃটিশ ১ জন, ফ্রেঞ্চ ১ জন, উগান্ডা থেকে আসবে ১১ জন, জার্মানি থেকে আসবে ২ জন, জাপানিজ ১ জন, সুইডিশ ১ জন, নিউজ এজেন্সি এএফপি থেকে ১২ জন, ভারতীয় ১ জন, সাউথ এশিয়ান ফোরাম থেকে আসবে ৪ জন, বৃটিশ হাইকমিশন থেকে থেকে ১ জন, নিউ দিল্লি টেলিভিশন থেকে আসবে ২ জন। সব মিলিয়ে ৪৪ জন পর্যবেক্ষক আসার জন্য ইসিকে জানিয়েছে।
এর আগে, ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, বিদেশি পর্যবেক্ষক সংস্থাগুলো সময় বাড়ানোর আবেদন করেছিল। তাদের আবেদনের সুপারিশ কমিশনে উপস্থাপন করা হয়েছিল। এটা কমিশন অনুমোদন করেছে। এক্ষেত্রে বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের জন্য ৭ ডিসেম্বর পর্যন্ত আবেদনের সময় বাড়ানো হয়েছে। অশোক কুমার আরও বলেন, এখন পর্যন্ত ১২টি দেশের বিভিন্ন সংস্থা, পর্যবেক্ষকের আবেদন পেয়েছি। সংস্থা হিসেবে চারটা সংস্থার আবেদন পেয়েছি।
পাঠকের মতামত
আমাদের জন্য উগান্ডাই যথেষ্ট।
এবারের নির্বাচনে সরকার অবাধ ও নিরপেক্ষ দৃষ্টান্ত স্থাপন করুক । কিছু বিরোধী দল কিছু আসন পাবে । কিন্ত সরকার গঠন করবে আওয়ামী লীগ ই। কারণ জনগণ এত সব উন্নয়নের পর অকৃতজ্ঞ হবে না। ঠিকই আওয়ামী লীগ কে ভোট দিবে । তাই তৃণমূল সদস্যদের সাবধান করে দেওয়া উচিত যাতে তারা ঝামেলা না করে। আইন প্রয়োগকারী যা করার করবে ।
মার্কিন নিষেধাজ্ঞা প্রাপ্ত উগান্ডা থেকে আগামী নির্বাচন পর্যবেক্ষক হিসাবে আসবে ৪৪ জনের মধ্যে ১১ জন। সাবাস হাবিবুল আউয়ালের নির্বাচন কমিশন সাবাস। সাবাস আওয়ামী নির্বাচন কমিশন লীগ। বাকী যারা আসবে এরা কি স্ব স্ব দেশের খ্যাত না অখ্যাত পর্যবেক্ষক বিষয়টার আদ্যোপন্ত বিশ্লেষণ প্রকাশ করার অনুরোধ থাকলো মানবজমিন কর্তৃপক্ষের দরবারে।
আমাদের জন্য উগান্ডাই যথেষ্ট
আওয়ামী সরকার ও ইসির প্রতি উদাত্ত আহ্বান উত্তর কোরিয়া থেকে কাউকে আনার জন্য কারণ উত্তর কোরিয়ার নির্বাচন আর বাংলার একই তাই এদেরকে আনা গেলে মন্দ হতোনা ।
স্বাগতম উগান্ডার টিমকে। উগান্ডা টু উগান্ডা। মার ঘোরাইয়া!
পর্যবেক্ষণের জন্য শুধু উগান্ডাই যথেষ্ট।
লিবিয়া, নাইজেরিয়া, মায়ানমার, সুদান, মিশর থেকে কিছু আনা উচিৎ।
উত্তর কোরিয়া থেকে কাউকে আনা গেলে মন্দ হতোনা ।
মন্তব্য করুন
অনলাইন থেকে আরও পড়ুন
অনলাইন সর্বাধিক পঠিত
দ্য ডিপ্লোম্যাটের নিবন্ধ/ গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বাংলাদেশিরা যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়ে

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]