খেলা
ভারত সিরিজে নেই ওয়ার্নার-কামিন্সরা
স্পোর্টস ডেস্ক
(৯ মাস আগে) ২১ নভেম্বর ২০২৩, মঙ্গলবার, ১১:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:৪২ অপরাহ্ন
বিশ্বকাপ শেষ হতেই টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়া। অধিনায়ক প্যাট কামিন্স, ডেভিড ওয়ার্নারসহ সদ্য বিশ্বজয় করা অজিদের বেশ ক’জন সিনিয়র ক্রিকেটার ৫ ম্যাচের সিরিজটি খেলতে অনীহা প্রকাশ করেছেন।
আগামী ২৩শে নভেম্বর শুরু হবে ওয়ানডে বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ। ওয়ার্নার-কামিন্সদের সঙ্গে ভারতে অনুষ্ঠিতব্য দ্বিপক্ষীয় সিরিজটিতে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন দুই অলরাউন্ডার ক্যামেরন গ্রিন, মিচেল মার্শ এবং দুই পেসার জশ হ্যাজলউড, মিচেল স্টার্করা। বিশ্বকাপ শেষেই অস্ট্রেলিয়ায় ফিরছেন তারা।
ভারত সিরিজ দিয়েই ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু করছে অস্ট্রেলিয়া। তবে ওয়ানডে বিশ্বকাপের ক্লান্তি দূর করতে সিরিজটি থেকে ছুটি নিয়েছেন এই ক্রিকেটাররা। এই সিরিজে বিশ্রাম নিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডও। তার জায়গায় দায়িত্ব সামলাবেন অ্যান্ড্রে বোরোবিচ। ভারতের বিপক্ষে এই পাঁচ ম্যাচ ছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে মাত্র ছয় ম্যাচ আছে অস্ট্রেলিয়ার। ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের দুটি সিরিজ খেলবে তারা। ভারতের বিপক্ষে ২০ ওভারের এই সিরিজে অস্ট্রেলিয়ার নেতৃত্বে থাকছেন ম্যাথু ওয়েড।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতও মূল দলকে খেলাবে না। সিরিজটিতে স্কাই ব্লুদের নেতৃত্বে থাকছেন সূর্যকুমার যাদব। এই ব্যাটার বাদে বিশ্বকাপ দলে থাকা মাত্র দুজন রয়েছেন টি-টোয়েন্টি সিরিজটিতে। তারা হলেন ইশান কিষান ও প্রসিধ কৃষ্ণা। ২৩শে নভেম্বর শুরু হতে চলা ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার টি-টোয়েন্টি সিরিজটির বাকি ম্যাচগুলো যথাক্রমে ২৬, ২৮শে নভেম্বর, ১ এবং ৩রা ডিসেম্বর অনুষ্ঠিত হবে।