ঢাকা, ২৯ নভেম্বর ২০২৩, বুধবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিঃ

খেলা

টিম অব দ্য টুর্নামেন্ট

স্পোর্টস ডেস্ক
২১ নভেম্বর ২০২৩, মঙ্গলবারmzamin

২০২৩ বিশ্বকাপের সবচেয়ে ভারসাম্যপূর্ণ দলটি ছিল ভারত। ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং- তিন বিভাগেই তুলনাহীন স্কাই ব্লুরা। ব্যালান্সড টিম নিয়ে বিশ্বকাপ জিততে না পারা ভারতের ৬ খেলোয়াড় জায়গা করে নিয়েছে ওয়ার্ল্ডকাপের টিম অব দ্য টুর্নামেন্টে। রোববার অস্ট্রেলিয়া-ভারতের ফাইনাল দিয়ে পর্দা নামে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের। এরপর বিশ্বকাপের সেরা দল ঘোষণা করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। একাদশে জায়গা পাওয়া ভারতের ৬ জন হলেন- রোহিত শর্মা, বিরাট কোহলি, কেএল রাহুল, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি এবং জাসপ্রিত বুমরাহ। অস্ট্রেলিয়ার দু’জন ক্রিকেটার জায়গা পেয়েছেন আইসিসির বেস্ট ইলেভেনে- গ্লেন ম্যাক্সওয়েল এবং অ্যাডাম জাম্পা। আর নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল, দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক এবং শ্রীলঙ্কার দিলশান মাধুশঙ্কা রয়েছেন বিশ্বকাপের সেরা একাদশে। ১২তম ক্রিকেটার হিসেবে টুর্নামেন্ট সেরা দলে রয়েছেন দক্ষিণ আফ্রিকান পেসার জেরাল্ড কোটসিয়া। ব্যাটিং অর্ডারের মাধ্যমে একাদশটি সাজিয়েছে আইসিসি।

কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা)
আইসিসির বিশ্বকাপ সেরা দলে স্ট্রাইকার ওপেনার এবং উইকেটরক্ষক হিসেবে রয়েছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক।

বিজ্ঞাপন
বিশ্বকাপে ১০ ম্যাচ খেলে ৫৯৪ রান করা এই ব্যাটার চারটি শতক হাঁকান। আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় তিনে রয়েছেন ডি কক।

রোহিত শর্মা (ভারত)
টিম অব দ্য টুর্নামেন্টে অধিনায়ক এবং ওপেনার হিসেবে রয়েছেন ভারতের রোহিত শর্মা। বিশ্বকাপে ১১ ম্যাচে ৫৯৭ রান করেছেন তিনি। যা আসরের দ্বিতীয় সর্বোচ্চ রান।

বিরাট কোহলি (ভারত)
ওয়ানডাউন ব্যাটার হিসেবে দলে রয়েছেন ২০২৩ বিশ্বকাপের টুর্নামেন্ট সেরা ক্রিকেটার বিরাট কোহলি। আসরে ১১ ম্যাচে ৭৬৫ রান করেছেন ভারতীয় ব্যাটার। যা আসরের সর্বোচ্চ রান। কিং কোহলি ৯ ম্যাচে খেলেছেন পঞ্চাশোর্ধ ইনিংস।

ড্যারিল মিচেল (নিউজিল্যান্ড)
বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নেয় নিউজিল্যান্ড। কিউইদের এই যাত্রায় মুখ্য ভূমিকায় ছিলেন ড্যারিল মিচেল। ৯ ইনিংস ব্যাট করে ৬৯ গড় এবং ১১১.০৬ স্ট্রাইকরেটে ৫৫২ রান করেন তিনি। সেমিফাইনালে ভারতের বিপক্ষে দলের প্রয়োজনে ১৩৪ রানের দুর্দান্ত ইনিংস খেলা এই ব্যাটার বিশ্বকাপে মোট সেঞ্চুরি হাঁকান দুটি। 

কেএল রাহুল (ভারত)
বিশ্বকাপে ধারাবাহিক ছিলেন ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটার কেএল রাহুল। ১০ ম্যাচ খেলে ৪৫২ রান করা এই ৩১ বছর বয়সী ব্যাটার সেঞ্চুরি হাঁকান একটি। ফিফটিও মারেন একটি। বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে দলের দুঃসময়ে ৬৬ রানের ইনিংসটি খেলেন রাহুল।

গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া)
বিশ্বকাপে অস্ট্রেলিয়ার একাদশে মিডল-অর্ডারের ভূমিকায় ছিলেন গ্লেন ম্যাক্সওয়েল এবং নিজের ভূমিকাটা দারুণভাবে পালন করেছেন তিনি। আইসিসির টুর্নামেন্ট সেরা দলেও ৬ নম্বর ব্যাটার হিসেবে রয়েছেন ম্যাক্সি। বিশ্বকাপে ৯ ম্যাচ খেলে মাত্র ৪ ম্যাচে দুই অঙ্কের কোঠা ছুঁতে পারলেও এরমধ্যে দুটি সেঞ্চুরি রয়েছে তার। তার মধ্যে একটি ডাবল। দলের প্রয়োজনের মুহূর্তে ঠিকই জ্বলে উঠেছেন ম্যাক্সি। 

রবীন্দ্র জাদেজা (ভারত)
এই স্পিন বোলিং অলরাউন্ডার বিশ্বকাপে ভারতের সাফল্যে মুখ্য ভূমিকায় ছিলেন। বিশ্বকাপে। ১১ ম্যাচ খেলে ১৬ উইকেট নেয়া রবীন্দ্র জাদেজা সর্বোচ্চ উইকেট সংগ্রহের তালিকায় অষ্টম হলেও ইকোনমি রেটে (৪.২৫) সবচেয়ে কৃপণ ছিলেন। সাত নম্বরে নেমে পাঁচ ইনিংসে ১২০ রান করেন তিনি।

জাসপ্রীত বুমরাহ (ভারত)
আইসিসির টুর্নামেন্ট সেরা দলে ব্যাটিং অর্ডারে আট নম্বরে রয়েছেন ভারতীয় পেসার জাসপ্রীত বুমরাহ। বিশ্বকাপে ১১ ম্যাচে ২০ উইকেট নিয়েছেন তিনি। যা সর্বোচ্চ উইকেট সংগ্রহের তালিকায় চতুর্থ।

দিলশান মাদুশঙ্কা (শ্রীলঙ্কা)
বিশ্বকাপে ব্যর্থ হয়েছে শ্রীলঙ্কা। ৯ ম্যাচে মাত্র ২ জয়ে রাউন্ড রবিন লীগ থেকেই বিদায় নেয় লঙ্কানরা। দল ব্যর্থ হলেও দুর্দান্ত ছিলেন পেসার দিলশান মাদুশঙ্কা। ২৩ বছর বয়সী এই বাঁহাতি ৯ ম্যাচে ২১ উইকেট নেন। যা আসরের তৃতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রহের নজির।

অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া)
চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সাফল্য যাত্রায় মুখ্য ভূমিকায় ছিলেন লেগ স্পিনার অ্যাডাম জাম্পা। ১১ ম্যাচে ২৩ উইকেট নিয়েছেন তিনি। বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন জাম্পা। ছন্দময় পারফরম্যান্সে আইসিসির টিম অব দ্য টুর্নামেন্টে জায়গা করে নিলেন ৩১ বছর বয়সী এই ডানহাতি।

মোহাম্মদ শামি (ভারত)
বিশ্বকাপে চমক জাগানিয়া ছন্দ দেখিয়েছেন মোহাম্মদ শামি। লীগ পর্বে ভারতের প্রথম চার ম্যাচে সুযোগ না পাওয়া এই পেসার ৭ ম্যাচ খেলেই আসরের সর্বোচ্চ ২৪ উইকেট নিয়েছেন। এর মধ্যে চারবার ফাইফার নেন শামি।

জেরাল্ড কোটসিয়া (দক্ষিণ আফ্রিকা)
বিশ্বকাপের আগে ছিটকে যান অ্যানরিখ নরকিয়া, তার বদলে দক্ষিণ আফ্রিকার স্কোয়াডে সুযোগ হয় পেসার জেরাল্ড কোটসিয়ার। ৮ ম্যাচে ১৯.৮০ গড় এবং ৬.২৩ ইকোনমিতে ২০ উইকেট নিয়েছেন এই ২৩ বছর বয়সী পেসার। ২০২৩ বিশ্বকাপে যা যৌথভাবে চতুর্থ সর্বোচ্চ উইকেট সংগ্রহের রেকর্ড।
 

খেলা থেকে আরও পড়ুন

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status