ঢাকা, ২৯ নভেম্বর ২০২৩, বুধবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিঃ

খেলা

হেডের পরিবারকে ধর্ষণের হুমকি

স্পোর্টস ডেস্ক
২১ নভেম্বর ২০২৩, মঙ্গলবারmzamin

এবারের ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম নায়ক ট্রাভিস হেড। আহমেদাবাদে ফাইনালের শুরুতে ফিল্ডিংকালে অবিশ্বাস্য এক ক্যাচ নিয়ে  তিনি সাজঘরে ফেরান ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে। পরে ব্যাট হাতে শিরোপাজয়ী ১৩৭ রানের অনবদ্য ইনিংস খেলেন অজি ওপেনার। সেমিফাইনালের পর ফাইনালেরও সেরা খেলোয়াড় হেড। রোববার বিশ্বকাপ ফাইনালের পর সেই হেডের পরিবারকে খুন এবং ধর্ষণের হুমকি পেতে হলো। অভিযুক্ত এক ভারতীয় ক্রিকেটপ্রেমী।

এই হেডের ইনিংসের কাছেই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারতে হয়েছিল ভারতকে। হেড বার বার স্বপ্নভঙ্গ করছেন রোহিত-কোহলিদের। তাতেই চটেছেন ভারতীয় কয়েকজন ক্রিকেটপ্রেমী। রোববার বিশ্বকাপ ফাইনালের পর সামাজিকমাধ্যমে সরাসরি হেডকে হুমকি দিয়েছেন এক ভারতীয় সমর্থক। ট্রাভিস হেডের পরিবারকে খুন এবং স্ত্রীকে ধর্ষণের হুমকি দিয়েছেন।

বিজ্ঞাপন
তার এই কদর্য আক্রমণ এবং মানসিকতার নিন্দা এবং সমালোচনা করেছেন বহু ক্রিকেটপ্রেমী। তার রুচি নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। কেউ কেউ আবার সামাজিকমাধ্যমেই পুলিশের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন। অস্ট্রেলিয়া দলের পক্ষ থেকে অবশ্য এই ব্যাপারে কোনও মন্তব্য করা হয়নি।

চোটের জন্য বিশ্বকাপে অস্ট্রেলিয়ার শুরুর পাঁচ ম্যাচে খেলতে পারেননি ট্রাভিস হেড। চোট সারিয়ে পরে ভারতে দলের সঙ্গে যোগ দেন তিনি। রোববারের ফাইনালে প্রথমে দারুণ ক্যাচ ধরে রোহিত শর্মাকে আউট করেন হেড। পরে চাপের মুখে ১২০ বলে ১৩৭ রানের নিখুঁত ইনিংস খেলে ভারতকে লড়াই থেকে ছিটকে দেন তিনি। বিশ্বকাপ চলাকালে হেডের স্ত্রী, সন্তানও ছিলেন ভারতে । রোববার আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের গ্যালারিতেও ছিলেন হেডের স্ত্রী। বিশ্বকাপ ট্রফি নিয়ে স্ত্রীর সঙ্গে ছবিও তুলেছেন হেড।

 

পাঠকের মতামত

এদের মন মানসিকতার বড় অভাব রয়েছে। একেবারে স্বার্থপর একটা দেশ ।

ANU-
২৮ নভেম্বর ২০২৩, মঙ্গলবার, ২:৫৩ পূর্বাহ্ন

এমন মন্তব্য নিন্দনীয় । খেলায় হারজিত আছে,ছিল,থাকবে ।

A Latif
২১ নভেম্বর ২০২৩, মঙ্গলবার, ৫:৩৯ পূর্বাহ্ন

অসভ্য জাতির অসভ্য মন্তব্য

Momin
২১ নভেম্বর ২০২৩, মঙ্গলবার, ৩:৫৫ পূর্বাহ্ন

অসভ্য। কত নিচু মনের অমানুষ, ভাবলে অবাক লাগে।

Moshiur Rahman
২১ নভেম্বর ২০২৩, মঙ্গলবার, ৩:২৩ পূর্বাহ্ন

এদের মন মানসিকতার বড় অভাব রয়েছে। একেবারে স্বার্থপর একটা দেশ এবং দেশের রাজনীতিবিদরা।

MD.ABDUL BAREK
২১ নভেম্বর ২০২৩, মঙ্গলবার, ১:১৮ পূর্বাহ্ন

পড়াশোনা করে, ভালো পোশাক পরে বা চাঁদে গিয়ে কি লাভ? যদিবা হিংসুটে হীনমন্য ভারতীয়রা আজও ভদ্রতা শিক্ষা অর্জন করতে পারলো না।

বন্ধু খান
২১ নভেম্বর ২০২৩, মঙ্গলবার, ১২:৫৬ পূর্বাহ্ন

সারা বিশ্বের কুরুচিপূর্ণ আচরণ কারীর জন্মই হয়েছে ভারতে। ভারতের ক্রিকেটার গুলোর বডি ল্যায়গ্ঙয়জ যেমন খারাপ , তাই তাদের সমর্থকগুলো ও একই ক্যাটাগরির

ইউসুফ কামাল
২১ নভেম্বর ২০২৩, মঙ্গলবার, ১২:৩০ পূর্বাহ্ন

চাঁদে গিয়ে লাভ কী??? এখনো আচার আচরণে সেই গরুর মূত্রখোর রয়ে গেছে ।

Shahriar Arman
২০ নভেম্বর ২০২৩, সোমবার, ১১:৪৫ অপরাহ্ন

বেশি চালাকি করে কোনো লাভ নাই।এদের মন মানসিকতার বড় অভাব রয়েছে। একেবারে স্বার্থপর একটা দেশ এবং দেশের রাজনীতিবিদরা।

Md. Habibur Rahman
২০ নভেম্বর ২০২৩, সোমবার, ১১:১১ অপরাহ্ন

এরকম ক্রিকেটপ্রেমীদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার,এদের কারণে পুরো ভারতবাসী কলঙ্কিত।

Md Akash
২০ নভেম্বর ২০২৩, সোমবার, ১০:৫১ অপরাহ্ন

পিচ পরিবর্তন, টস কারসাজি এবং আইসিসির পূর্ণ সহায়তা নিয়েও চ্যাম্পিয়ন না হওয়ার কারণে ইন্ডিয়া দলকে Congratulations!!!! ভবিষ্যতে পিচ আরো ভালো করে খুঁড়তে হবে, যাতে হারার দিক থেকে সবার পেছনে থাকেন। ইন্ডিয়ার সাথে বাংলাদেশ হারার পর বীরেন্দ্র শেবাগ যে ঔদ্বত্যপূর্ণ মন্তব্য করছেন বাংলাদেশ সম্পর্কে, তার প্রতি উত্তরে বলতে চাই আপনাদের দল অস্ট্রেলিয়ার সাথে খেলার যোগ্যই না। খেলতে পারেন শুধু নিজের দেশে, আজ তাও পারলেননা। ছি ছি ছি তোমরা এত খারাফ !!!!!

selim
২০ নভেম্বর ২০২৩, সোমবার, ৮:০৬ অপরাহ্ন

ইন্ডিয়া অসভ্য এবং বর্বর একটা জাতি।

shihab
২০ নভেম্বর ২০২৩, সোমবার, ৮:০৫ অপরাহ্ন

অবাক হওয়ার কিছুই নেই! এটাই ভারত।

মোহাম্মদ আলী রিফাই
২০ নভেম্বর ২০২৩, সোমবার, ২:০০ অপরাহ্ন

খেলা থেকে আরও পড়ুন

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status