ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

সরিষাবাড়ীতে ট্রেনে আগুনের ঘটনায় বিএনপি নেতাসহ ১১ জনকে গ্রেপ্তার

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
২১ নভেম্বর ২০২৩, মঙ্গলবার
mzamin

জামালপুরের সরিষাবাড়ী রেলওয়ে স্টেশন এলাকায় আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনে আগুন দেয়ার ঘটনায় জামালপুর শহর বিএনপি নেতাসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে জামালপুর শহর বিএনপি’র সভাপতি লিয়াকত আলী খান রয়েছেন।
এর আগে রোববার সকালে সরিষাবাড়ী রেলস্টেশনের সহকারী মাস্টার আব্দুস সালাম বাদী হয়ে জামালপুর জিআরপি থানায় হরতালের সমর্থনে নাশকতা সৃষ্টির অভিযোগে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। জামালপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ গোলজার হোসেন বলেন, বিএনপি-জামায়াতের চলমান হরতাল-অবরোধ সমর্থনকারীরা নাশকতার মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের উদ্দেশ্যে ট্রেনে অগ্নিসংযোগ করে। দায়েরকৃত মামলার সূত্র ধরে বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার করা হয়। সোমবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় তদন্ত ও অভিযান অব্যাহত আছে বলেও তিনি জানান।
উল্লেখ্য, শনিবার দিবাগত রাত ১ টায় ঢাকা থেকে তারাকান্দিগামী আন্তঃনগর যমুনা ট্রেন সরিষাবাড়ী স্টেশন আসার কিছুক্ষণ পর আগুন দেয়া হয়। এতে ট্রেনের ক, এবং গ, বগি পুরোপুরি ও খ, বগি আংশিক পুড়ে যায়। এ সময় আতঙ্কিত যাত্রীরা হুড়োহুড়ি করে নামতে গিয়ে চারজন আহত হন। অগ্নিসংযোগের ঘটনায় অন্তত এককোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status