ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

শেষের পাতা

আওয়ামী লীগের সঙ্গে নির্বাচন করার কথা জানালো ৭ দল

স্টাফ রিপোর্টার
১৯ নভেম্বর ২০২৩, রবিবার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ একক ও জোটবদ্ধ-দুইভাবেই অংশ নেবে জানিয়ে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছে দলটি। এ বিষয়ে শনিবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেছেন, আমরা নির্বাচন কমিশনে চিঠি দিয়েছি। আওয়ামী লীগ একক ও জোটবদ্ধ-দুইভাবেই নির্বাচন করবে। কোন আসনে জোটবদ্ধ আর কোন আসনে এককভাবে দলীয় প্রার্থী দেয়া   হবে, সেটা মনোনয়ন প্রত্যাহারের শেষদিন ১৭ই ডিসেম্বর জানানো হবে। 

এদিকে আওয়ামী লীগের সঙ্গে নির্বাচন করার কথা জানিয়েছে নিবন্ধিত সাতটি রাজনৈতিক দল। তাদের মধ্যে রয়েছে, রাশেদ খান মেনন নেতৃত্বাধীন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি, হাসানুল হক ইনু নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল, দিলীপ বড়ুয়া নেতৃত্বাধীন সাম্যবাদী দল, বদরুদ্দোজা চৌধুরীর বিকল্পধারা বাংলাদেশ, সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারীর তরীকত ফেডারেশন, আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জেপি) ও ব্যারিস্টার মো. আরশ আলী নেতৃত্বাধীন গণতন্ত্রী পার্টি। তবে শমসের মবিন চৌধুরীর নেতৃত্বাধীন তৃণমূল বিএনপি ১৫টি প্রগতিশীল ইসলামী জোটের সঙ্গে জোটবদ্ধভাবে সোনালী আঁশ প্রতীকে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন। 
বিকল্পধারা বাংলাদেশ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের শরিক দল হিসেবে অংশগ্রহণ করবে জানিয়ে ইসিতে চিঠি দিয়েছে। দলটির মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, আমাদের নির্বাচনী প্রতীক হবে আমাদের দলীয় প্রতীক কুলা। একই সঙ্গে পরবর্তীতে জোটের সিদ্ধান্ত অনুযায়ী জোটগত প্রতীকে নির্বাচন করতে আগ্রহী। জাতীয় পার্টি জেপি তাদের চিঠিতে বলেছে,  দলটি ১৪ দলীয় জোটের শরিক দল হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবে। দলটির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু স্বাক্ষরিত চিঠিতে আরও বলা হয়েছে, আমি এবং আমার দলের মনোনীত প্রার্থীরা বাংলাদেশ আওয়ামী লীগের সংরক্ষিত ‘নৌকা’ প্রতীক নিয়ে এই নির্বাচনে অংশগ্রহণ করবো। 

ইসিতে অনিবন্ধিত দলের নাম জমা দিলো তৃণমূল বিএনপি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূল বিএনপি’র সোনালী আঁশ প্রতীকে ভোট করার সিদ্ধান্ত নিয়েছে প্রগতিশীল ইসলামী জোট। গতকাল প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বরাবর এ সংক্রান্ত একটি চিঠি দিয়েছেন দলটির মহাসচিব এডভোকেট তৈমূর আলম খন্দকার। চিঠিতে বলা হয়েছে, প্রগতিশীল ইসলামী জোট নেতাদের সঙ্গে তৃণমূল বিএনপি’র আলোচনা হয়েছে।আলোচনায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রগতিশীল ইসলামী জোটের প্রার্থীরা তৃণমূল বিএনপি’র সোনালী আঁশ প্রতীকে ভোট করার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু এই জোটে থাকা ১৫টি রাজনৈতিক দলের কেউ নিবন্ধিত রাজনৈতিক দল নয়। এ বিষয়ে জানতে চাইলে দলটির মহাসচিব এডভোকেট তৈমূর আলম খন্দকার বলেন, আমরা ইসিতে দুটি চিঠি দিয়েছি। একটি চিঠি দিয়ে ইসিকে অবগত করেছি প্রগতিশীল ইসলামী জোটের প্রার্থীরা সোনালী আঁশ প্রতীকে ভোট করতে চায়। আরেকটি চিঠিতে বলা হয়েছে, কয়েকটি নিবন্ধিত রাজনৈতিক দল আমাদের প্রতীকে ভোট করতে চায়। 

এদিকে নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, আওয়ামী লীগ বলেছে, তারা জোটবদ্ধভাবে নৌকা প্রতীক নিয়ে সংসদ নির্বাচন করবে। আর সভাপতির স্বাক্ষরে তারা নমিনেশন দেবে। এক প্রশ্নের জবাবে অশোক কুমার দেবনাথ বলেন, আওয়ামী লীগের চিঠিতে কোন কোন দল তাদের সঙ্গে থাকবে, এটা বলা নেই। দুটি দল পৃথকভাবে বলছে যে, নৌকা প্রতীকে নির্বাচন করবে। সাম্যবাদী দল ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবে। জাপা’র দুটি চিঠি এসেছে, জিএম কাদের বলেছেন, তার স্বাক্ষরে মনোনয়ন হবে। আর রওশন এরশাদ বলেছেন, তারা জোটে ভোট করবে, আমলে নেবেন কোনোটা-এমন প্রশ্নের জবাবে ইসি’র অতিরিক্ত সচিব বলেন, এটা কমিশন দেখবে। কারণ দুটি চিঠি এসেছে। কমিশন যেটা আমলে নেয়। সাইনিং অথরিটি কে হওয়ার কথা-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নরমালি দলের চেয়ারম্যান, সাধারণ সম্পাদক বা মহাসচিব সাইনিং অথরিটি নরমালি হয়। জিএম কাদের সাইনিং অথরিটি, তাহলে বিবেচনা কী হবে-এমন প্রশ্নের জবাবে অশোক কুমার দেবনাথ বলেন, এটা কমিশন বলতে পারবে।

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

শেষের পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status