খেলা
আর্জেন্টিনা ম্যাচে রক্ষণে মনোযোগ ব্রাজিলের
স্পোর্টস ডেস্ক
(১ বছর আগে) ১৭ নভেম্বর ২০২৩, শুক্রবার, ৩:৫২ অপরাহ্ন

সময়টা ভালো যাচ্ছে না ব্রাজিলের। লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে টানা তিন ম্যাচে জয়হীন সেলেসাওরা। দুই হারে ধুঁকতে থাকা ব্রাজিল সবশেষ ম্যাচটি হেরেছে কলম্বিয়ার বিপক্ষে। আজ ভোরে মেট্রোপলিটানো স্টেডিয়ামে স্বাগতিকদের কাছে ২-১ গোলে হারে ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের পরবর্তী ম্যাচ আর্জেন্টিনার বিপক্ষে। চিরপ্রতিদ্বন্দ্বীদের মোকাবিলায় শক্তিশালী রক্ষণ নিয়ে মাঠে নামার বার্তা দিলেন ব্রাজিল কোচ ফার্নান্দো দিনিজ।
গত ১৮ই অক্টোবর বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে উরুগুয়ের কাছে ২-০ গোলে হারে ব্রাজিল। সবশেষ কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের ৪র্থ মিনিটে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির গোলে লিড নিয়েও হারতে হয় সেলেসাওদের। ম্যাচের ৭৫ থেকে ৭৯- এই ৪ মিনিটের মধ্যে লুইস দিয়াজের জোড়া গোলে ব্রাজিলকে হারিয়ে দেয় কলম্বিয়া। ম্যাচ শেষে ব্রাজিল কোচ ফার্নান্দো দিনিজ বলেন, ‘উরুগুয়ের বিপক্ষে করা ভুলগুলো আজকে আমরা শোধরাতে পেরেছি। তবে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে আরো রক্ষণাত্মক হতে হবে আমাদের।’ বিশ্বকাপ বাছাইয়ে নিজিদের শেষ ম্যাচে উরুগুয়ের কাছে ২-০ গোলে হারে আর্জেন্টিনা। জয় না পেলেও গোটা ম্যাচে একের পর এক আক্রমণ করে লিওনেল মেসিরা। ৬৪ শতাংশ বল দখলে রেখে ১২টি আক্রমণ করে আর্জেন্টিনা। ম্যাচে যা উরুগুয়ের দ্বিগুণ।
দিনিজ বলেন, ‘(কলম্বিয়ার বিপক্ষে) কঠিনতম কাজটা আমরা করে ফেলি, ম্যাচের শুরুতেই লিড নেয়া। দ্বিতীয় এবং তৃতীয় গোলের সুযোগও তৈরি করেছিলাম। তবে ম্যাচে আমাদের আরো বেশি নিয়ন্ত্রণ থাকা প্রয়োজন ছিল।’
আগামী ২২শে নভেম্বর ভোর সাড়ে ৬টায় মারাকানা স্টেডিয়ামে ব্রাজিলের আতিথ্য নেবে আর্জেন্টিনা। সেই ম্যাচ নিয়ে ব্রাজিল কোচ দিনিজ বলেন, ‘আপনাকে সবকিছুর জন্য প্রস্তুত থাকতে হবে। তবে আমরা হোম গ্রাউন্ডে খেলতে চলেছি। মারাকানা স্টেডিয়ামে গ্যালারিভর্তি দর্শক থাকবে এবং আমরা সমর্থকদের প্রত্যাশা পূরণের চেষ্টা করব।’
দিনিজ বলেন, ‘এটার কোনো নিশ্চয়তা নেই যে, আমরা আর্জেন্টিনাকে হারাবোই। তবে ভুলের পুনরাবৃত্তি না করার চেষ্টা করব আমরা। ইতিবাচক ফল বের করার চেষ্টার করব।’