ঢাকা, ১৭ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৬ হিঃ

খেলা

অনুশীলনে ফিরেছেন বিদ্রোহীরা

স্পোর্টস রিপোর্টার
৯ এপ্রিল ২০২৫, বুধবার
mzamin

গত ১৮ই ফেব্রুয়ারি থেকে পিটার বাটলারের অনুশীলন বয়কট করছেন ১৮ নারী ফুটবলার। ঈদের ছুটি কাটিয়ে গত শনিবার ক্যাম্পে ফেরেন ১৭ জন। পরের দিন অনুশীলন শুরু হলেও তাতে তারা যোগ দেননি। ওইদিন আবার ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, মাতসুশিমা সুমাইয়া ও সাবিনা খাতুন চলে যান ভুটানে। দেশটির ক্লাব পারো এফসি’র হয়ে লীগে খেলবেন তারা। তহুরা খাতুন এখনো ক্যাম্পে যোগ দেননি। জানা গেছে, তার বোন অসুস্থ থাকায় দুইদিন ছুটি নিয়েছেন তিনি। এই বাইরে ১৩ নারী ফুটবলার শিউলি আজিম, মোসাম্মৎ সাগরিকা, রুপনা চাকমা, শামসুন্নাহার জুনিয়র, সানজিদা আক্তার, নিলুফা ইয়াসমিন, মাসুরা পারভীন, মারিয়া মান্দা, শামসুন্নাহার সিনিয়র, কৃষ্ণা রানী, স্বর্ণা রানী মণ্ডল, সাথী বিশ্বাস ও নাসরিন আক্তার গতকাল বাটলারের অধীনে অনুশীলনে ফিরেছেন।

গত বছরের অক্টোবরে নেপালে সাফ চ্যাম্পিয়নশিপ জেতার পর থেকে মাঠের বাইরে ছিলেন অধিনায়ক সাবিনা খাতুনসহ ১৮ নারী ফুটবলার। মাঝে নানা দেন দরবারের পর  সোমবার জিম সেশনের পর গতকাল সকাল ছয়টায় ধানমণ্ডির আবাহনী লিমিটেডের মাঠে অনুশীলন করেছেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল, যেখানে কোচের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা বেশির ভাগ ফুটবলার উপস্থিত ছিলেন। এর আগে বাটলারের অধীনে অনুশীলন করবেন বলে নিশ্চিত করেছিলেন নাম প্রকাশে অনিচ্ছুক এক বিদ্রোহী ফুটবলার। আরেক এক নারী ফুটবলার বলেন, ‘যা হওয়ার হয়ে গেছে। এখন আর অতীত নিয়ে পড়ে থাকতে চাই না। কোচ আমাদের বলেছেন সব ভুলে যেতে। আমরাও পুরোনো বিতর্ক বয়ে বেড়াতে চাচ্ছি না। এই জন্য আপনাদের (মিডিয়া) সহযোগিতা খুবই প্রয়োজন। নতুনভাবে শুরু করতে চাই।’ আগেরদিন শুরু হওয়া অনুশীলনে বাফুফের সঙ্গে চুক্তি করা ৩৬ জনের মধ্যে স্বপ্না রানী, অর্পিতা বিশ্বাস, জয়নব বিবি, মুনকি আক্তার ও কোহাতি কিসকু ব্যক্তিগত কারণে অনুশীলনে যোগ দেয়নি। গতকাল বিদ্রোহী ১৩ জনসহ সব মিলিয়ে অনুশীলন করেছেন ৪৪ জন নারী ফুটবলার। এশিয়ান কাপ বাছাইপর্বকে সামনে রেখে শুরু হয়েছে এই অনুশীলন। মিয়ানমারে হবে টুর্নামেন্টের বাছাইপর্ব। এর আগে বিদ্রোহ করায় ১৮ ফুটবলার ছাড়াই কোচ বাটলার তরুণ দল নিয়ে সংযুক্ত আরব আমিরাত সফরে যান। দুই ম্যাচই বাংলাদেশ হেরে যায়। ২০২৬ সালের মার্চে অস্ট্রেলিয়ায় হবে এএফসি উইমেন্স এশিয়ান কাপ। সেই প্রতিযোগিতায় নাম লেখাতে ২৩শে জুন থেকে ৫ই জুলাই অনুষ্ঠেয় বাছাইপর্বে অংশ নেবে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।  তার আগে ২৬শে মে থেকে ৩রা জুনের মধ্যে আরেকটি ফিফা উইন্ডো পাচ্ছেন মেয়েরা। যেখানে আরও দু’টি প্রীতি ম্যাচ খেলার সুযোগ আছে বাংলাদেশের। পাশাপাশি ১১ থেকে ২১শে জুলাই ঢাকায় হবে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্টগুলো সামনে রেখে পরিকল্পনা সাজাচ্ছেন কোচ বাটলার।
 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status